পূজায় সাজবে ছোটরাও

লীনা ফেরদৌস
২৪ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০
শেয়ার :
পূজায় সাজবে ছোটরাও

দুর্গোৎসব মানেই সাজগোজ, আলো ঝলমলে ম-প আর আনন্দঘন পরিবেশ। প্যান্ডেলের কোলাহল আর হাওয়ায় ভেসে বেড়ানো ধূপের গন্ধ যেন ছুটি আর উৎসবের অবাধ উচ্ছ্বাসের সময়। ছোটদের জন্যও এই সময়টা বিশেষ আনন্দের- নতুন জামা পরে ম-পে যাওয়া। কচি হাতের ছোট্ট ঢাক বাজানো কিংবা মা-বাবার হাত ধরে মেলায় ঘোরা- সবকিছুই ওদের জন্য নতুন অভিজ্ঞতা। তবে শিশুদের সাজ-পোশাক এবং ঘোরাঘুরির সময় কিছু বাড়তি খেয়াল রাখা দরকার, যাতে তারা আরামে থেকেও উৎসবের আনন্দ উপভোগ করতে পারে।

পূজার দিন মানেই নতুন পোশাক। কিন্তু ছোটদের জন্য সাজের সবচেয়ে বড় শর্ত- আরাম। খুব ভারী জামা বা শক্ত কাপড়ের পোশাক দিলে শিশুরা অস্বস্তিবোধ করে, ফলে তাদের আনন্দটাই মাটি হয়ে যেতে পারে। গরমে যেন না কষ্ট হয়, তাই হালকা আর বাতাস চলাচল করে এমন কাপড় বেছে নিন। মেয়েদের জন্য কটন শাড়ির নকশায় বানানো ছোট শাড়ি, হালকা লেহেঙ্গা বা ফ্রক। ছেলেদের জন্য ধুতি-পাঞ্জাবি, কুর্তা-পাজামা বা রঙিন শার্ট-প্যান্ট বেশ ভালো বিকল্প। পোশাকের রঙের ক্ষেত্রে উজ্জ্বল কিন্তু চোখে আরামদায়ক রঙ বেছে নেওয়া ভালো- পিচ, নীল, গাঢ় লাল, সাদা বা অফহোয়াইট। অনেক সময় ছোটরা নতুন জামায় অস্বস্তিবোধ করে, তাই পূজার আগে এক-দুবার পরে নেওয়া ভালো। তাতে জামা মানিয়ে যায় আর ওরাও আরাম পায়। সাদা বা হালকা রঙের ওপর গাঢ় রঙের পাঞ্জাবি দিলে ছবিতেও সুন্দর দেখায়।

তবে মনে রাখতে হবে, শিশুদের নতুন জামা যেন খুব টাইট না হয়, পূজার আগে একবার পরে মানিয়ে নিলে ভালো। জুতার ক্ষেত্রে আরামের দিকটাই আগে ভাবা জরুরি। একেবারে নতুন জুতো পায়ে কেটে যেতে পারে, তাই আগে থেকে পরা বা নরম স্যান্ডেল, কেডস বেছে নিন। অ্যাক্সেসরিজে বাড়তি বাড়াবাড়ি না করে হালকা রাখাই ভালো। ফ্রকের সঙ্গে ছোট টিকলি, রঙিন চুড়ি বা চুলে ফুলের ক্লিপ দিলে উৎসবের আবহ আরও ফুটে উঠবে। মেয়েদের ছোট টিপ, ফিতা বা হেয়ারব্যান্ড; ছেলেদের বেল্ট ব্যাগ বা ছোট ঘড়ি- এসবেই হয়ে যায় স্টাইল।

ঘোরাঘুরিতে নিরাপদ থাকতে ম-প ভ্রমণের সময় ভিড় এড়াতে সকাল বা দুপুরে বের হওয়া ভালো। সন্ধ্যায় বেশি ভিড় হয়, তখন শিশুরা অস্বস্তিবোধ করতে পারে।

খাবারের ক্ষেত্রে রাস্তায় ফুচকা বা চটপটির লোভ এড়িয়ে যতটা সম্ভব ঘরে তৈরি বা নিরাপদ খাবার দিন। ব্যাগে পানির বোতল, বিস্কুট বা ফল রাখুন- ওরা দ্রুত ক্ষুধার্ত হয়ে যায়।

সব সময় শিশুদের হাত ধরে রাখুন। উজ্জ্বল রঙের পোশাক পরালে সহজে চোখে পড়ে। প্রয়োজনে হাতে ফোন নম্বর লেখা কাগজ বা ব্যান্ড পরিয়ে দিতে পারেন।

ছোট ব্যাগের প্রয়োজনীয় জিনিস যেমন টিস্যু, স্যানিটাইজার, ওয়াইপস, ওষুধ আর ছোট তোয়ালে ব্যাগে রাখলে কাজে আসে। ভিড়ের মধ্যে জীবাণুর সংক্রমণ বেশি হয়, তাই ছোটদের হাত ধোয়া বা স্যানিটাইজার ব্যবহারে অভ্যস্ত করুন।

ছোট ব্যাগ বা পাউচে টিস্যু, স্যানিটাইজার, ওয়াইপস, ওষুধ, ছোট তোয়ালে রাখলে অনেক কাজে আসে।

ভিড়ের মধ্যে জীবাণুর সংক্রমণ বেশি হয়। ছোটদের হাত ধোয়া বা স্যানিটাইজার ব্যবহারে অভ্যস্ত করুন।

দীর্ঘ সময় ম-পে হাঁটলে বা দাঁড়ালে শিশু ক্লান্ত হয়ে পড়ে। তাই মাঝে মধ্যে বসার জায়গা খুঁজে বিশ্রাম দিন।