বিমান দুর্ঘটনায় প্রাণ গেল জনপ্রিয় টিভি উপস্থাপিকার

কুদরত উল্লাহ
২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১১
শেয়ার :
বিমান দুর্ঘটনায় প্রাণ গেল জনপ্রিয় টিভি উপস্থাপিকার
ছবি : সংগৃহীত

মেক্সিকোর নুয়েভো লিয়নের গার্সিয়া পৌর এলাকায় একটি প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে। গত শনিবার বিমান বিধ্বস্তের ঘটনাটি ঘটে। এ সময়ে বিমানের প্রশিক্ষক এবং মেক্সিকোর টেলিভিশন উপস্থাপিকা ডেবোরা এসত্রেয়া ঘটনাস্থলেই প্রাণ হারান। মৃত্যুকালে উপস্থাপিকার বয়েস হয়েছিল ৪৩ বছর।

মেক্সিকো সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পেসকেরিয়া নদীর কাছাকাছি পারকে ইন্ডাস্ট্রিয়াল সিউদাদ মিত্রাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এক ভিডিওতে দেখা যায়, বিমানটি দ্রুত গতিতে উড়ার সময় হঠাৎ বিধ্বস্ত হয়। উপস্থাপিকা ডেবোরা মুলত বিমান চালানোর প্রশিক্ষণ নিচ্ছিলেন।

দুর্ঘটনার ঠিক আগে এসত্রেয়া নিজের ইনস্টাগ্রামে অ্যাপোডাকার নর্তে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ছবি শেয়ার করেছিলেন। ওই পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘কি মনে করো?’

বিমান বিধ্বস্তের ঘটনায় গার্সিয়ার মেয়র ম্যানুয়েল কাভাসোস জানিয়েছেন, বিমানে কোনো যান্ত্রিক ত্রুটির খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধান তদন্ত শুরু হয়েছে।

২০১৮ সাল থেকে ‘এসত্রেয়া মাল্টিমিডিওস’ টেলিভিশনে কাজ করেছেন ডেবোরা।