১৫ শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ ইবি ছাত্রীর বিরুদ্ধে
ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে অন্তত ১৫ জন শিক্ষার্থীকে সামাজিক, মানসিক ও যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লোকপ্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের এক ছাত্রীর বিরুদ্ধে।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ কমিটির বরাবর লিখিত অভিযোগ জমা দেন ভুক্তভোগীরা।
অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্ত ছাত্রী ভুয়া ফেসবুক আইডি থেকে সহপাঠীদের নাম-ছবি বিকৃত করে কুরুচিপূর্ণ ও অশোভন কনটেন্ট ছড়িয়েছেন। এর ফলে তাদের ব্যক্তিগত সম্মান, সামাজিক অবস্থান ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে।
ভুক্তভোগীদের দাবি, গত রবিবার অভিযুক্তকে থানায় নেওয়ার পর তার মোবাইল থেকে একাধিক ভুয়া অ্যাকাউন্ট, এআই ব্যবহার করে সম্পাদিত অশ্লীল ছবি, বিভিন্ন অ্যাপ এবং ভাইরাল হওয়া এডিটেড ছবি পাওয়া যায়। এরপরই তারা নিশ্চিত হন যে, এসব কর্মকাণ্ডের সঙ্গে ওই ছাত্রী জড়িত।
এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও অভিযুক্ত শিক্ষার্থীদের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি বলেন, ‘আমি মৌখিকভাবে বিষয়টি জেনেছি। তবে লিখিত অভিযোগ এখনো হাতে পাইনি। অভিযোগপত্র হাতে পেলে কমিটির সদস্যদের নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’