শিক্ষক লাঞ্ছনার বিচার দাবিতে রাবিতে মানববন্ধন

রাবি প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২৫, ২২:১৯
শেয়ার :
শিক্ষক লাঞ্ছনার বিচার দাবিতে রাবিতে মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন), প্রক্টরসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর সংঘটিত বর্বরোচিত হামলার প্রতিবাদে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এই কর্মসূচি পালন করেন।

জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলিম বলেন, ‘গত ২০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় যুক্ত হয়েছে। গতকালকের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত আমাদের হতাশ করেছে। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, সাধারণ শিক্ষার্থীরাও আমাদের পক্ষে প্রতিবাদ জানিয়েছে। আজকের সমাবেশ থেকে আমরা স্পষ্ট করে জানাচ্ছি—এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সাময়িক বহিষ্কার করতে হবে। দাবি মানা না হলে আমাদের কর্মসূচি চলবে।’

কলা অনুষদের ডিন অধ্যাপক বেলাল হোসেন বলেন, ‘২০ তারিখে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, আমরা তীব্র নিন্দা জানাই। ছাত্র হয়ে শিক্ষকের গায়ে হাত তোলা মহা অপরাধ, যা পৃথিবীর ইতিহাসে বিরল। আমরা চেয়েছিলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে, কিন্তু তা হয়নি। এখান থেকে আমরা জোর দাবি জানাচ্ছি, তিন দিনের মধ্যে ঘটনার দ্রুত বিচার করতে হবে।’

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে কয়েক সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।