পেছাল রাকসু নির্বাচনের তারিখ
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে এই নির্বাচন অনুষ্ঠিত হবে ১৬ অক্টোবর।
আজ সোমবার রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলছে। নির্বাচনে দায়িত্ব পালনে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি। উপর্যুক্ত বিবেচনায় রাকসু নির্বাচন উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে পরিচালনা করার স্বার্থে কমিশন আগামী ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে ১৬ অক্টোম্বর বৃহস্পতিবার অনুষ্ঠানের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করছে।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!
প্রসঙ্গত, রাকসু নির্বাচন পেছানোর দাবি জানায় ছাত্রদল সমর্থিত প্যানেল। তবে নির্ধারিত সময়েই রাকসু আয়োজনের দাবি জানিয়ে আসছিল ছাত্রশিবির সমর্থিত প্যানেল।