শিক্ষার্থী মাহফুজুর হত্যা মামলা /
আনিসুল-সালমান-আতিকুলকে গ্রেপ্তার দেখানোর আদেশ
জুলাই আন্দোলনে রাজধানীর মিরপুর থানাধীন এলাকায় দশম শ্রেণির শিক্ষার্থী মাহফুজুর রহমান হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও পুলিশের মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) জসিম উদ্দিন মোল্লাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার গ্রেপ্তার দেখানোর এই আদেশ দিয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা, মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. তরিকুল ইসলাম তাদের গ্রেপ্তার দেখানোর এই আবেদন করেন। শুনানিকালে আসামিদের আদালতে উপস্থিত করা হয়।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই রাজধানীর মিরপুর-১০ নম্বরে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেন মিরপুর আব্বাস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র মাহফুজুর রহমান। ওইদিন বিকেল পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর গুলি চালায়। এ সময় মাহফুজুর রহমানের মাথার ডান কানের পাশে গুলি লেগে মাথার অপরপাশ দিয়ে বের হয়ে যায়। এর ফলে ঘটনাস্থলেই মাহফুজুর রহমান মৃত্যুবরণ করেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ওই ঘটনায় নিহতের বাবা আব্দুল মান্নান মিরপুর মডেল থানায় হত্যা মামলাটি দায়ের করেন। এই মামলায় সালমান এফ রহমান ৭ নম্বর, আনিসুল হক ৮ নম্বর, আতিকুল ইসলাম ২০ নম্বর ও জসিম ১৫ নম্বর এজাহারনামীয় আসামি।
উল্লেখ্য, গত বছরের ১৩ আগস্ট নৌপথে পলায়নরত অবস্থায় আনিসুল হক ও সালমান এফ রহমানকে সদরঘাট থেকে গ্রেপ্তার করে পুলিশ। ২৭ অক্টোবর রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে সাবেক মেয়র আতিকুলকে গ্রেপ্তার করা হয়। ৩০ অক্টোবর রংপুর থেকে জসিম উদ্দিনকে রংপুর থেকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে জুলাই আন্দোলনের বিভিন্ন মামলায় তারা কারাগারে আটক রয়েছেন।