সানসিল্কের আয়োজন শেষে দেশে ফিরলেন হানিয়া আমির
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সানসিল্কের আমন্ত্রণে গেল বৃহস্পতিবার রাতে ঢাকায় আসেন। হানিয়া আমিরের বাংলাদেশের এই সফর সম্প্রতি বেশ আলোচনায় ছিল। সানসিল্ক বাংলাদেশ-এর উদ্যোগে তিনি দেশের জনপ্রিয় ইনফ্লুয়েন্সারদের সঙ্গে একটি এক্সক্লুসিভ মিট অ্যান্ড গ্রিট সেশনে অংশ নেন।
সেখানে হানিয়া নিজের অভিজ্ঞতা শেয়ার করেন এবং সানসিল্কের নতুন গ্লাস শাইন প্রোপোজিশন নিয়ে কথা বলেন, যা সবাইকে বেশ অনুপ্রাণিত করে।
অনুষ্ঠানটি ছিল শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্য, যেখানে উচ্ছ্বাস ও ইতিবাচক প্রতিক্রিয়ার ছোঁয়া স্পষ্ট ছিল। সফর শেষে হানিয়া আমির গত রবিবার রাতে বাংলাদেশ ত্যাগ করেছেন, তবে তার এই ভিজিটের স্মৃতি ও প্রভাব এখনও রয়ে গেছে তার ভক্তদের হৃদয়ে।
এদিকে জানা যায়, শুধু ক্যাম্পেনের কারণেই নয় তিনি ঘুরে বেড়িয়েছেন ঢাকার বিশেষ কিছু জায়গায়। পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্থাপনা আহসান মঞ্জিলের সামনে দেখা যায় তাকে। ঢাকার সংস্কৃতি ও স্বাদের সঙ্গেও নিজের পরিচয় করালেন এই তারকা।
আহসান মঞ্জিলের সামনে দাঁড়িয়ে ঢাকার জনপ্রিয় স্ট্রিটফুড ঝালমুড়ি খেতে দেখা যায় হানিয়াকে। এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশি জনপ্রিয় ফুডভ্লগার রাফসান দ্য ছোটভাই।
নিজের ইনস্টাগ্রামে একসঙ্গে অন্তত ১৬টি ছবি পোস্ট করেন হানিয়া। ক্যাপশনে লিখেছেন, ‘ব্রেকাপ ঝালমুড়ি’। ছবিগুলোর বেশ কয়েকটিতে দেখা গেছে রাফসানকেও।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
অন্যদিকে রাফসান নিজের ফেসবুকে হানিয়ার সঙ্গে তিনটি ছবি পোস্ট করে মজার ছলে লিখেছেন, ‘হানিয়া কেন ব্রেকাপ ঝালমুড়ি খেলো?’
প্রসঙ্গত, ২০১৬ সালে ‘জানান’ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক ঘটে হানিয়ার। এরপর ‘মেরে হামসাফার’, ‘ফেইরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’, ‘কাভি মে কাভি তুম’ এমন জনপ্রিয় ধারাবাহিকের মাধ্যমে পাকিস্তান এবং প্রবাসী দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। বর্তমানে পাকিস্তানের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী হানিয়া, তার ইনস্টাগ্রামে অনুসারী সংখ্যা প্রায় ২ কোটি!