জাকসুর এন্টি র্যাগিং সেল গঠন
‘র্যাগিংমুক্ত ক্যাম্পাস, স্বপ্নময় ভবিষ্যৎ’ শীর্ষক স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উদ্যোগ ‘এন্টি র্যাগিং সেল’ গঠন করা হয়েছে। গতকাল শনিবার রাতে এক ফেসবুক পোস্টে এ সেলের তথ্য জানানো হয়।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে এই সেলের তথ্য সম্বলিত ব্যানার স্থাপন করা হবে, যেন শিক্ষার্থীরা সহজেই যোগাযোগ করতে পারেন।
বিশ্ববিদ্যালয়ের দুই জন সহকারী প্রক্টর অধ্যাপক মোহাম্মদ রেজাউল রাকিব ও অধ্যাপক শায়লা শারমিন সেতু রয়েছেন এ সেলটিতে। এছাড়াও থাকছেন জাকসুর নারী যুগ্ম-সাধারণ সম্পাদক আয়েশা সিদ্দিকা মেঘলা, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আহসান লাবিব, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক হুসনী মুবারক, কার্যকরী সদস্য আবু তালহা, ফাবলিহা জাহান ও মোহাম্মদ আলী চিশতী।
সেলটিতে ২১টি আবাসিক হল থেকে দুই জন করে হল সংসদে নির্বাচিত প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন জাকসুর যুগ্ম-সাধারণ সম্পাদক ফেরদাউস আল হাসান।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!
তিনি বলেন, ‘জাকসু একটি সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বদ্ধ পরিকর। এই লক্ষ্যে ২ জন সহকারী প্রক্টর ও ৬ জাকসু সদস্যের সমন্বয়ে এন্টি র্যাগিং সেল গঠন করা হয়েছে। আমাদের ব্যানার ক্যাম্পাসের বিভিন্ন যায়গায় স্থাপন করা হবে। যে কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমাদের স্লোগান র্যাগিংমুক্ত ক্যাম্পাস, স্বপ্নময় ভবিষ্যৎ।’