ঢাবি শিক্ষার্থীদের সমস্যা সমাধানে ‘ডিজিটাল কমপ্লেইন বক্স’ চালুর ঘোষণা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সমস্যা দ্রুত সমাধানে ‘ডিজিটাল কমপ্লেইন বক্স’ চালু করা হবে বলে জানিয়েছেন ডাকসুর নবনির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ।
আজ বৃহস্পতিবার বিকেলে ডাকসু ক্যাফেটেরিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজাস) সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভায় তিনি এ কথা জানান।
এস এম ফরহাদ বলেন, ‘আমার ইতোমধ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছি। শিক্ষার্থীদের সমস্যা সমাধানের জন্য “ডিজিটাল কমপ্লেইন বক্স” চালু করা হবে। সমস্যা অনুযায়ী আলাদা টিম করা হবে, যারা তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। পাশাপাশি ক্যান্টিন স্টাফ ও ম্যানেজারদের প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনাও রয়েছে।’
শিক্ষার্থীদের ঐক্যের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ‘আমরা কাউকে শিবির, মুসলিম, হিন্দু বা অন্য কোনো পরিচয়ে ভাগ করতে চাই না। কে আমাদের পক্ষে বা বিপক্ষে ছিল তা নয়, শিক্ষার্থীদের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করাই হবে ডাকসুর লক্ষ্য।’
এ সময় ডাকসুর সকল আর্থিক কার্যক্রম অডিটের আওতায় আনার প্রতিশ্রুতিও দেন নতুন নেতৃত্ব।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!
অনুষ্ঠানে ডাকসুর নবনির্বাচিত ভিপি আবু সাদিক কায়েম, এজিএস মহিউদ্দিন খানসহ সম্পাদকীয় ও কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।