আওয়ামী লীগ নেতা নিখিল চৌধুরী গ্রেপ্তার
ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা মামালায় আওয়ামী লীগ নেতা নিখিল চৌধুরীকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে সদর ইউনিয়নের বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাকে গ্রেপ্তার করে কুড়িগ্রাম কোর্টে পাঠায় থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত নিখিল চৌধুরী আওয়ামী লীগের সাবেক গভর্নর ও সংসদ সদস্য সামছুল হক চৌধুরীর ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী চৌধুরী খোকনের ভাই ও নিষিদ্ধ সংগঠন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের চাচা।
নিখিল ছাত্রলীগের সাবেক নেতা ও বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য। আওয়ামী লীগের ক্ষমতাকালীন নিখিল চৌধুরী একাধিক মামলার আসামি এবং একাধিকবার গ্রেপ্তার হয়ে জেলও খেটেছেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা ও পরবর্তী দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার ঘটনায় দায়ের করা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি ছিলেন তিনি। ঘটনার পর থেকে নিখিল আত্মগোপনে ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা মামলায় তাকে গ্রেপ্তার করে কুড়িগ্রাম কোর্টে পাঠানো হয়েছে।’
আরও পড়ুন:
সাকিবকে নিয়ে যা বললেন ওবায়দুল কাদের