রাকসুর ভোট গণনায় ছাত্রদল চায় ম্যানুয়াল পদ্ধতি, শিবির ওএমআর মেশিন

রাবি প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৫, ২২:০১
শেয়ার :
রাকসুর ভোট গণনায় ছাত্রদল চায় ম্যানুয়াল পদ্ধতি, শিবির ওএমআর মেশিন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্রপ্রতিনিধি নির্বাচনে ভোট গণনার পদ্ধতি নিয়ে ভিন্ন অবস্থান নিয়েছে দুই ছাত্রসংগঠন। 

আজ বুধবার দুপুরে ছাত্রদল সমর্থিত ‘এক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেল ম্যানুয়াল (হাতে) পদ্ধতিতে ভোটের দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করেন।

অন্যদিকে একইদিন বিকেলে ওএমআর মেশিনে ভোট গণনা দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’।

ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনাসহ ছাত্রদল সমর্থিত ‘এক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ছয় দফা দাবিগুলো হলো- ভোট গ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে স্বচ্ছ ব্যালট বাক্সের ব্যবহার নিশ্চিত করতে হবে; ভুয়া ও জাল ভোট শনাক্তে বাধ্যতামূলক ছবিযুক্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে; ভোট গ্রহণের সময় ভোট প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত বৈধ কার্ড বা পাসধারী ব্যতীত কাউকে ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ঢুকতে দেওয়া যাবে না, সে জন্য পর্যাপ্ত নিরাপত্তাবেষ্টনী তৈরি করতে হবে; লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখতে নির্বাচনে অবৈধ কালোটাকার প্রভাব রুখতে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং সমতা ও ন্যায্যতার ভিত্তিতে সব প্রার্থীর জন্য একই আচরণবিধি মেনে চলার বিষয়টি নজরদারি করতে হবে।

অন্যদিকে, ওএমআর মেশিনে ভোট গণনাসহ ছাত্রশিবিরের অন্য দাবিগুলো হলো পোলিং এজেন্টদের প্রবেশাধিকার ও দায়িত্ব পালনে প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় সুবিধা নিশ্চিত করা; সাংবাদিকদের জন্য পৃথক আইডি কার্ডের ব্যবস্থা রাখা এবং কেবল প্রশাসন অনুমোদিত সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশাধিকার দেওয়া; কোনো প্রার্থী প্রযুক্তিগত সমস্যা নিয়ে আপত্তি করলে হাতে ভোট গণনার ব্যবস্থা রাখা; প্রতিটি ভোটকেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা; ভোটের দিন ক্যাম্পাসে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ রাখা এবং নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনের পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখা।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, ‘বর্তমান সময়ে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা সময়সাপেক্ষ। স্বচ্ছ ব্যালট বাক্স রাখা হবে এবং এভিএম পদ্ধতিতেই ভোট গণনা হবে।’

উল্লেখ্য, আগামী ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৯টি ভবনের ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। পরে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ফলাফল ঘোষণা করা হবে।