বুধবার সারাদিন কেমন কাটবে, জেনে নিন রাশিফলে
আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? আপনি যদি জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করেন তবে দেখে নিতে পারেন আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে।
মেষ/ এরিস (মার্চ ২১ – এপ্রিল ২০): দিনটিতে কাজের চাপে অবসাদ আসতে পারে। ব্যবসায় ভাল সুযোগ নষ্ট হওয়ার যোগ। ব্যবসায় অশান্তি বাধার আশঙ্কা। কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায় গোলযোগ। পথে দুর্ঘটনা ঘটতে পারে। খরচ বাড়তে পারে। তবে আর্থিক সাহায্য পেতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়ে বিবাদ হতে পারে। পরিবারের কারও শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে। প্রেমের ব্যাপারে আনন্দ লাভ। পাওনা আদায়ে দেরি হতে পারে।
বৃষ/ টরাস (এপ্রিল ২১ – মে ২১): দিনটাতে বুদ্ধির ভুলে কোনও ক্ষতি হতে পারে। আজ একটু সাবধান থাকা দরকার। ভাল কাজে নিরাশ হয়ে ফিরে আসতে হতে পারে। তবে কোনো কাজে সুনাম পেতে পারেন। কর্মস্থলে দক্ষতার জন্য সুনাম পাবেন। নিজের কাজে উন্নতি লক্ষ করতে পারবেন। ব্যবসায় সহকর্মীর দ্বারা ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। শত্রুর জন্য ব্যবসার ক্ষতি। দাম্পত্যে কলহ বাধতে পারে। ছোটখাটো আঘাত লাগতে পারে। আয় ও ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকবে না।
মিথুন/ জেমিনি (মে ২২ – জুন ২১) : আজ শত্রুভয় কাটাতে পারবেন। ব্যবসার ফল নিয়ে চিন্তা থাকবে। তবে ব্যবসায় লাভ বৃদ্ধি পেলেও খরচও বাড়বে। অতিরিক্ত পরিশ্রম বৃদ্ধি হওয়ায় উদ্বেগ বাড়বে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের অবসান হতে পারে। কর্মক্ষেত্রে আজ অনেক ব্যস্ততা থাকবে। কাজের অতিরিক্ত মানসিক চাপ ও বিরক্তি সৃষ্টি করবে। তবে কঠোর পরিশ্রমে সাফল্যের সম্ভাবনা রয়েছে। কাজের জন্য সুনাম লাভ। প্রেমের ব্যাপারে মানসিক অবসাদ।
কর্কট/ ক্যান্সার (জুন ২২ – জুলাই ২৩): কোনও সন্দেহজনক নারীর থেকে সাবধান হোন। কারণ আজ বিশেষ বিষয়ে ঝোঁক বৃদ্ধি পাবে। যা নিয়ে প্রিয়জনের সঙ্গে বিবাদ বাধতে পারে। অতিরিক্ত উদাসীনতা কর্মে ব্যাঘাত ঘটাতে পারে। দাম্পত্য জীবনে শান্তি বিঘ্নিত হবে। কেনাবেচা করার জন্য দিনটি শুভ নয়। খুব দরকারি কাজগুলো দুপুরের পরে করুন। কারও প্রতি আপনার আচরণ খুব খারাপ হতে পারে। ব্যবসায় চাপ বাড়তে পারে। পাওনা অর্থ আদায় হওয়ার সম্ভাবনা। কর্মক্ষেত্রে বিবাদের পরে সমস্যার সমাধান হবে। আপনার হাতের কাজের জন্য সুনাম বাড়তে পারে।
আরও পড়ুন:
শীতে গর্ভবতী মায়েদের যত্ন
সিংহ/ লিও (জুলাই ২৪ – আগস্ট ২৩): দিনটি ভাল খারাপ মিশিয়ে কাটবে। বাসায় আজ কোনও অশান্তির আশঙ্কা দেখা যাচ্ছে। আপনার বক্তব্য সকলের মন জয় করতে পারবে না। চাকরিতে বদলি হওয়ার যোগ রয়েছে। জটিলতা কাটিয়ে কর্মস্থানে উন্নতি। চাকরিতে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও গুরুত্বপূর্ণ কাজে সাফল্য পাবেন। বাড়তি কাজের চাপ থাকবে। ব্যবসায় জট ছেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দ্রুত ক্রোধ সংযত রাখা প্রয়োজন। ব্যবসায় আয়ের নতুন উৎস খুলবে। খরচের জন্য চিন্তা বাড়বে।
কন্যা/ ভার্গ (আগস্ট ২৪ – সেপ্টেম্বর ২৩): আজ কাজের ব্যাপারে দুশ্চিন্তা থাকবে। ব্যবসার ক্ষেত্রে খুব সতর্ক থাকুন, বুদ্ধিভ্রংশ ঘটতে পারে। ব্যবসায় মন্দা দেখা দিতে পারে। সহকর্মীর সাথে বিবাদ বাধতে পারে। বাড়তি উপার্জন হতে পারে। অতিরিক্ত আবেগ ক্ষতি ডেকে আনতে পারে। চাকরির স্থানে বিবাদ হতে পারে। কোনও গুরুত্বপূর্ণ কাজে আজ বাধা দূর হবে। বিকালের দিকে শুভ পরিবর্তন। স্ত্রী আবদার পূরণ করতে পারেন।
তুলা/ লিব্রা (সেপ্টেম্বর ২৪ – অক্টোবর ২৩): আজ কোনও প্রতিযোগিতামূলক বিষয়ে অংশগ্রহণ না নেওয়াই ভাল হবে। শিক্ষাগত যোগ্যতার কারণে ভাল কাজ হাতছাড়া হয়ে যেতে পারে। শত্রুর সঙ্গে চুক্তি কার্যোদ্ধার হতে পারে। নতুন ব্যবসার জন্য চেষ্টা করতে পারেন। দিনটা উৎফুল্ল ভাবেই কাটবে। তবে দিনটিতে আপনার উত্থান-পতন থাকবে। আজ ব্যবসায় অধিক লাভ ও অগ্রগতির সম্ভাবনা রয়েছে। সম্পত্তি ক্রয়-বিক্রয়ে সমস্যা হতে পারে।
বৃশ্চিক/ স্করপিও (অক্টোবর ২৪ – নভেম্বর ২২): আজ আর্থিক টানাটানির যোগ রয়েছে। উচ্চাভিলাষী কোনও নারীর পাল্লায় পড়ে অর্থব্যয়। কর্মস্থলে পদন্নোতি হওয়ার সম্ভবনা রয়েছে। বাসস্থান পরিবর্তনে খরচ বৃদ্ধি। পুরনো ঋণ শোধ হতে পারে। নিজের ভুলের কারণে দুর্নাম হতে পারে। বাড়তি ব্যবসার কথা না ভাবাই শ্রেয়। আজ কোনও গুরুত্বপূর্ণ কাজে সহকর্মীর সাথে লড়াই হবে। পরিস্থিতি অনুকূলে নাও থাকতে পারে। চাকরির স্থানে চাপ বাড়তে পরে। শত্রুরা দুর্বলতার সুযোগ নিতে পারে।
আরও পড়ুন:
জরায়ুমুখ ক্যানসারের লক্ষণগুলো জেনে রাখুন
ধনু/স্যজিটেরিয়াস (নভেম্বর ২৩ – ডিসেম্বর ২১): আজ সকালের দিকে কাজের জন্য শুভ যোগাযোগ আসতে পারে। নিজের ভুল সংশোধন করার ফলে ব্যবসায় উন্নতি ও দারুণ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তবে কর্মস্থানে গুপ্তশত্রু তৈরি হবে। বিনিয়োগী ব্যবসায় ভাল ফল পাওয়া যাবে। আজ, কর্মক্ষেত্রে কোনও গুরুত্বপূর্ণ কাজ শেষ না হওয়া পর্যন্ত কারও কাছে কোন বিষয় প্রকাশ করবেন না। বিশেষ কোনও কাজ করায় সামাজিক মর্যাদা লাভ হতে পারে। তবে আপনার আচরণে পরিবারের কেউ মনে আঘাত পেতে পারেন।
মকর/ ক্যাপ্রিকন (ডিসেম্বর ২২ – জানুয়ারি ২০): আজ অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। অন্যের জিনিসের উপর লোভ সামলাতে না পারলে মনকষ্ট। বাড়তে পারে। মুরুব্বিস্থানীয় উপদেশে কর্মে উন্নতি হবে। তবে সন্ধ্যার দিকে কর্মক্ষেত্রে সমস্যা দেখা দেবে। কাজের প্রতি একটু অনীহা থাকবে। পরোপকার করতে গেলে সংসারে শান্তিভঙ্গ হতে পারে। উচ্চপদের কোনও চাকরির যোগ দেখা যাচ্ছে। বাড়িতে শুভ কাজের জন্য অর্থ খরচ। চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন। আজ কাজের বিষয়ে নানা উপায় ও অর্থ আসবে।
কুম্ভ/ অ্যাকুইরিয়াস (জানুয়ারি ২১ – ফেব্রুয়ারি ১৯): দিনটাতে পছন্দের সহকর্মী ক্ষোভপ্রকাশ করায় মানসিক চাপ বাড়বে। অতিরিক্ত বিশ্বাসের খেসারত দিতে হতে পারে। প্রেমে কষ্ট বাড়তে পারে। দাম্পত্য কলহের আশঙ্কা রয়েছে। ক্রোধ সংবরণ করে চলুন। কর্মক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের দায়িত্ব পাবেন। তবে আজ কর্মে বিশেষ একটা মন থাকবে না। রাজনীতি উত্তেজনা সৃষ্টি করতে পারে। কোনও কাজে হঠকারিতা না করাই ভাল।
মীন/ পিসেস (ফেব্রুয়ারি ২০ – মার্চ ২০): আজ কাজের চাপ বাড়তে পারে। তবে চাকরির জায়গায় বিরোধী ব্যক্তির সঙ্গে মিত্রতা হয়ে যেতে পারে। ব্যবসায় শুভ ইঙ্গিত রয়েছে। প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার আশঙ্কা। ভাল কাজের পরিপেক্ষিতে হতাশা জুটতে পারে। নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন, তবে খুব বিবেচনা করে। পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতার যোগ। কানের সমস্যা বাড়তে পারে। সৃষ্টিশীল কাজে স্ত্রী আপনাকে সাহায্য করতে পারেন।
আরও পড়ুন:
শীতে মুলা কেন খাবেন?