মাহমুদুর রহমানকে জেরা করছেন হাসিনার পক্ষের আইনজীবী
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে দ্বিতীয় দিনের মতো জেরা করছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী।
আজ বুধবার বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃতাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই জেরা চলছে।
দুপুরের আগে মাহমুদুর রহমানের জেরা শেষ হলে সর্বশেষ সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
এর আগে বুধবার সকালে ট্রাইব্যুনালে হাজির হন মাহমুদুর রহমান। গত ১৪ ও ১৫ সেপ্টেম্বর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য দেন তিনি।
সাক্ষ্যে মাহমুদুর রহমান বলেন, ‘২০০৮ সালে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে ভারতের প্রয়াত রাষ্ট্রপতি ও তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে চুক্তি হয় তৎকালীন সেনাপ্রধান মঈন ইউ আহমেদের। দেওয়া হয় চাকরি ও সেইফ এক্সিটের নিশ্চয়তা।’
আরও পড়ুন:
গণভবনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা
২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আমার দেশ পত্রিকার সম্পাদক বলেন, ‘শেখ তাপস ও আওয়ামী লীগ নেতাদের ষড়যন্ত্রেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। সেনাবাহিনীকে দুর্বল করাই ছিল এর লক্ষ্য। আওয়ামী ফ্যাসিবাদ সৃষ্ট একটি মেটিকুলাস প্ল্যানিং এর মাধ্যমে এটা করা হয়েছিল।’ সেই প্লানিংয়ে বিদেশি শক্তি জড়িত ছিল বলেও উল্লেখ করেন তিনি।
এই মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী মামুনের বিরুদ্ধে এ পর্যন্ত ৪৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এতে সাক্ষ্য দেন আসামি থেকে রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
আরও পড়ুন:
ভারত সফরে গেলেন প্রধান বিচারপতি