৯৯০ বুথে হবে রাকসুর ভোটগ্রহণ, গণনায় থাকবে সিসিটিভি

রাবি প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৪
শেয়ার :
৯৯০ বুথে হবে রাকসুর ভোটগ্রহণ, গণনায় থাকবে সিসিটিভি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচন আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ চলবে বিশ্ববিদ্যালয়ের ৯টি একাডেমিক ভবনের ১৭টি কেন্দ্রে স্থাপিত ৯৯০টি বুথে। স্বচ্ছতা নিশ্চিত করতে পুরো ভোট গণনা প্রক্রিয়া সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে।

আজ মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক নজরুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মমতাজউদ্দিন ভবন, ড. মুহাম্মদ শহীদুল্লাহ ভবন, ইসমাইল হোসেন সিরাজী ভবন, রবীন্দ্রনাথ ঠাকুর ভবন, জাবির ইবনে হাইয়ান ভবন, জামাল নজরুল ভবন, সত্যেন্দ্রনাথ বসু ভবন ও জগদীশ চন্দ্র ভবনে দুটি করে কেন্দ্র থাকবে। এ ছাড়া জুবেরী ভবনে একটি কেন্দ্র স্থাপন করা হবে। ভোট গণনা সম্পন্ন হবে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে এবং ফলাফল ঘোষণা করা হবে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে।

আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকিব কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে স্থাপিত প্রেস কর্নার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ‘রাকসু নির্বাচন কতটা স্বচ্ছভাবে হচ্ছে, গণমাধ্যম কতটা নিরপেক্ষভাবে খবর প্রকাশ করছে এবং সামগ্রিক পরিবেশ কেমন—এসব বিষয় নিয়ে দেশের মানুষের আগ্রহ রয়েছে। গণমাধ্যমের মাধ্যমে সারাদেশের মানুষ এই নির্বাচন সম্পর্কে জানতে পারবে। এ জন্য প্রেস কর্নারে ইন্টারনেটসহ প্রয়োজনীয় সব সুবিধা রাখা হয়েছে।’