রাকসু নির্বাচন: উৎসবমুখর ক্যাম্পাসে জমজমাট প্রচারণা
দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে এখন উৎসবের আমেজ। সকাল থেকে রাত পর্যন্ত জমজমাট প্রচারণায় মুখর হয়ে উঠেছে প্রতিটি একাডেমিক ভবন, আবাসিক হল ও আড্ডাস্থল। প্রার্থীরা দলবেঁধে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করছেন, হাতে ধরিয়ে দিচ্ছেন লিফলেট ও হ্যান্ডবিল।
টুকিটাকি চত্বর, প্যারিস রোড, আমতলা কিংবা পরিবহন মার্কেট—যেখানেই শিক্ষার্থীদের ভিড়, সেখানেই হাজির হচ্ছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। যদিও ব্যানার-ফেস্টুনে ভরপুর নয় ক্যাম্পাস, তবুও শিক্ষার্থীদের সরব উপস্থিতি ও প্রচারণার উচ্ছ্বাসে জমে উঠেছে পুরো নির্বাচন প্রক্রিয়া।
শিক্ষার্থীরা বলছেন, রাকসু নির্বাচন কেবল নেতৃত্ব বেছে নেওয়ার প্রক্রিয়া নয়, বরং নিজেদের মতামত ও অধিকার প্রতিষ্ঠার মঞ্চ।
বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ পাভেল বলেন, ‘এত বছর পর ভোট দেওয়ার সুযোগ পাচ্ছি, এটা আমাদের জন্য ঐতিহাসিক মুহূর্ত।’
বিজনেস অনুষদের শিক্ষার্থী চৈতী আহমেদ জানান, ‘এই নির্বাচনের মধ্য দিয়ে মেয়েরাও সমানভাবে অংশ নিচ্ছে। এটা আমাদের জন্য সাহস জোগানোর মতো।’
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!
প্রসঙ্গত, রাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে সহসভাপতি (ভিপি) পদে ১৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৩ জন এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬ জন প্রার্থী। সিনেট ও হল সংসদ মিলিয়ে মোট ৯০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০৫ জন, এর মধ্যে ছেলেদের ১১টি হলে ১৭ হাজার ৬০০ জন ও মেয়েদের ৬টি হলে ১১ হাজার ৩০৫ জন শিক্ষার্থী।
আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। তবে শিক্ষার্থীরা প্রত্যাশা করছেন স্বচ্ছ ও উৎসবমুখর একটি নির্বাচন হবে—যা ক্যাম্পাসের গণতান্ত্রিক চর্চাকে নতুন ধারায় এগিয়ে নেবে।
আরও পড়ুন:
রাজশাহীর সড়কে গেল ৪ জনের প্রাণ