ভিডিওকলে ফরিদা পারভীনকে শ্রদ্ধা জানালেন রুনা লায়লা

বিনোদন প্রতিবেদক
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৭
শেয়ার :
ভিডিওকলে ফরিদা পারভীনকে শ্রদ্ধা জানালেন রুনা লায়লা

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন বরেণ্য লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন। গতকাল শনিবার রাত ১০টা ১৫ মিনিটে রাজধানী ঢাকার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই লালন কন্যা। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ রবিবার দুপুরে তার মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে ফুলের শ্রদ্ধায় ভক্ত, অনুরাগী ও শিল্পীসমাজ তাকে বিদায় জানান।

তবে দেশে না থাকায় সরাসরি উপস্থিত হতে পারেননি উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। দীর্ঘদিনের সহকর্মী ও প্রিয়জনকে শেষবারের মতো দেখার জন্য ভিডিওকলে যুক্ত হন তিনি। সেই মুহূর্তেই চোখ ভিজে ওঠে তার, জানান শ্রদ্ধা আর সমবেদনা। ফরিদা পারভীনের পরিবারের প্রতিও তিনি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।

এদিকে, শ্রদ্ধা নিবেদনের পর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে কুষ্টিয়ায়। যেখানে তার বেড়ে ওঠা। বাবা-মা ও গুরু লালনের টানেই কুষ্টিয়াতে চিরঘুমে যাবেন এই সংগীতশিল্পী। চিরঘুমের জন্য ফরিদা পারভীন জায়গা নির্ধারণ করে গেছেন তার মা-বাবার কবরকে।

অন্যদিকে, বরেণ্য এই সংগীত শিল্পীর মৃত্যেতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শোক জানিয়েছেন। এ ছাড়া সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শোক জানিয়েছেন।

বলা দরকার, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভীন। জীবনের শেষ দিনগুলোতে সপ্তাহে দুই দিন ডায়ালাইসিস নিতে হতো তাকে। শেষবারের মতো ২ সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডায়ালাইসিসের পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর আইসিইউতে নেওয়া হয় তাকে। অবস্থার আরও অবনতি হলে লাইফ সাপোর্টে রাখা হয়। সব চেষ্টা ব্যর্থ করে অবশেষে মৃত্যুকে আলিঙ্গন করেন এই শিল্পী।

উল্লেখ্য, ১৯৫৪ সালে ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্মগ্রহণ করেন কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন। ১৯৬৮ সালে ১৪ বছর বয়সে তার পেশাদার সংগীতজীবন শুরু হয়। এরপর গানে গানে তিনি কাটিয়েছেন ৫৫ বছর।

‘খাঁচার ভিতর অচিন পাখি’ কিংবা ‘বাড়ির কাছে আরশিনগর’র মতো লালন সাঁইয়ের জনপ্রিয় গান তার কন্ঠে মানুষের হৃদয় ছুঁয়েছে। শ্রোতারা ভালোবাসে তাকে ‘লালনকন্যা’ উপাধি দিয়েছিলেন।