বেরোবিতে যুক্ত হলো আরও ৭টি বাস

বেরোবি প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৪
শেয়ার :
বেরোবিতে যুক্ত হলো আরও ৭টি বাস

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) চলতি (২০২৫-২৬) অর্থবছরে শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াতের সংকট নিরসনে যুক্ত হলো সাতটি বিআরটিসি বাস। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের যাতায়াতে এবার মিলবে স্বস্তি। 

নতুন ৭টি পরিবহনের মধ্যে শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য ৬টি বাস এবং শিক্ষকদের জন্য একটি বাস রাখা হয়েছে। আজ রবিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে নতুন বাসের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী। 

এসময় বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের শিক্ষার্থী মো. আরিফ হোসেন বলেন, ‘আমাদের দীর্ঘদিনের দাবি ছিল পর্যাপ্ত বাসের ব্যবস্থা করা। অবশেষে নতুন সাতটি বাস উদ্বোধন হওয়ায় যাতায়াত এখন অনেক সহজ হবে। বিশেষ করে দূরের শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে।’

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ইউনুছ রাতুল বলেন, ‘বাস সংকটে প্রতিদিন ভোগান্তি পোহাতে হতো। নতুন বাস যুক্ত হওয়ায় এখন হয়তো সময়মতো ক্লাসে আসা সম্ভব হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।’

বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল পরিচালক মো. মাসুদ রানা বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর থেকে শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে বিশ্ববিদ্যালয়ে নতুন বাস সংযোজনের জন্য কাজ করছি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে ১৪টি বাস চাইলেও তারা আমাদের সাতটি বাস দিয়েছেন।’

আশা রাখি এই বাসগুলো শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ে বিশ্ববিদ্যালয়ে যাতায়াত ও কষ্ট লাঘবের জন্য কাজ করবে বলেও জানান তিনি।

উদ্বোধন শেষে উপাচার্য শওকাত আলী বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ও শিক্ষার্থীদের যে আবাসিক সুবিধা দেওয়ার কথা—তা আমরা দিতে পারিনি। এই নতুন বাসের সংযোজন আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অনেকটাই কষ্ট লাঘব করবে। সকল শিক্ষার্থীর সময়মত ক্লাসে উপস্থিত হতে পারবে এবং একাডেমিক কার্যক্রমে আরও অগ্রগতি হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ মঞ্জুরী কমিশন (ইউজিসি) আমাদের এই বাসের সহযোগিতা করে শিক্ষার্থীদের কষ্ট লাঘব করার জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। তবে খুব শীঘ্রই আরো নতুন দুটি বাস বিশ্ববিদ্যালয়ে যুক্ত হবে।’

এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশীদ, সিন্ডিকেট সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. ইলিয়াস প্রামাণিক, প্রক্টর ড. ফেরদৌস রহমান, আইকিউএসির পরিচালক ও গণিত বিভাগের অধ্যাপক ড. তাজুল ইসলাম, পরিবহন পুলের পরিচালক ও ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।