দেশকে সিরিয়া বানাতেই পিআর পদ্ধতির প্রস্তাব: বরকত উল্যাহ বুলু
যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তারা দেশকে সিরিয়া-আফগানিস্তান বানাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু। আজ শনিবার দুপুরে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন,‘যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তারা দেশকে সিরিয়া-আফগানিস্তান বানাতে চায়। কারণ পিআর কোনো গণতান্ত্রিক পদ্ধতি নয়। এটি হচ্ছে একটি দেশকে ধ্বংস করার পদ্ধতি। পিআর পদ্ধতি কোনোমতেই জনগণের মতামতকে প্রাধান্য দিবে না। জনগণ স্থানীয় প্রার্থীকে দেখে দলীয় প্রতীকে ভোট দিবে। কিন্তু পিআর পদ্ধতি জনগণের সেই মতামতকে মূল্যায়ন করে না। তাই জনগণ পিআর পদ্ধতি বুঝে না, চায়ও না।’
বিএনপি নেতা আরও বলেন, ‘বিএনপি নির্বাচনে আসবে এবং যথাসময়ে নির্বাচন হবে। সুতরাং পিআর পদ্ধতি চেয়ে নির্বাচন বানচাল করার সুযোগ জনগণ দিবে না। জনগণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন চায়, যেই নির্বাচন ৯১ সালে এবং ২০০১ সালে হয়েছিল। যখনই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় তখনই সুষ্ঠু ভোট হয়েছে। সুতরাং এবারও আমরা আশা করি যথাসময়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে।’
নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মৃধার সভাপতিত্বে আরও বক্তব্য দেন, ঢাকা মহানগর উত্তর ড্যাব সভাপতি প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, ডা. গালিব হাসান প্রীতমসহ স্থানীয় নেতারা।
চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা. সরকার শামীমের উদ্যোগে সহস্রাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে।