’স্বার্থানেষী মহল ও স্বৈরাচারের দোসররা নির্বাচন প্রলম্বিত করতে চায়’

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১২
শেয়ার :
’স্বার্থানেষী মহল ও স্বৈরাচারের দোসররা নির্বাচন প্রলম্বিত করতে চায়’

বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বিএনপির জাতীয় স্থায়ী কমটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ বলেন, ‘একটি স্বার্থান্বেষী মহল ও স্বৈরাচারের দোষররা নির্বাচন প্রলম্বিত করতে চাইছে। আগামী নির্বাচনে বিজয় অর্জন করতে হলে সুসংগঠিত কর্মীবাহিনী গঠন করতে হবে। মনে রাখবেন স্বৈরাচার পালিয়েছে। স্বৈরাচারের দোষর আপনার আমার মধ্যে লুকিয়ে আছে। গ্রামে নতুন সদস্য সংগ্রহ করতে হবে। মনে রাখবেন স্বৈরাচারের দোষর যেনো সদস্য হতে না পারে।’ 

আজ শুক্রবার বিকেলে গাজীপুরের শ্রীপুরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী সদস্য সংগ্রহ ও ফরম বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এদিন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আ. মোতারেবের সভাপতিত্বে সমাবেশ ডা. জাহিদ আরও বলেন, ‘আপনারা নিজেদের খুব শক্তিশালী মনে করবেন না। শক্তিশালী হলেন মহান আল্লাহ্। এরপর এদেশের মানুষ। জনগণকে ঐক্যবদ্ধ করতে না পারলে হাজার কর্মীবাহিনী দিয়ে যুদ্ধে জয়লাভ করা যাবে না। জনগণকে সঙ্গে নিয়ে আগামীতে আপনার দল বিএনপি আপনার মার্কা ধানের শিষ আপনার নেত্রী খালেদা জিয়া আপনার নেতা তারেক রহমান জনগনের আশির্বাদ নিয়ে ইনশাল্লাহ ৩১ দফার রাষ্ট্র বিনির্মাণে দেশ পরিচালনার দায়িত্ব পাবেন।’

তিনি বলেন, অনেকে অনেক কথা বলে ভয় দেখায়। ভয় পেতে হবে মহান আল্লাহকে। আগামী মধ্য ফেব্রুয়ারীর নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য একটি স্বার্থান্বেষী মহল ও স্বৈরাচারের দোসররা ষড়যন্ত্র অব্যহত রেখেছে। কোনো অবস্থাতেই তাদেরকে জয়যুক্ত হতে দেওয়া যাবে না। ষড়যন্ত্রকারীদের বিষ দাঁত ভেঙ্গে দিতে হবে। পৃথিবীর ইতিহাস বলে জনগনের শক্তির কাছে তারা মাথা নত করেছে। কোনো ষড়যন্ত্রকারী সফল হয় না।’ 

এদিন বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকৃল ইসলাম বাচ্চু।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ মো. সিরাজ উদ্দিন কাঁইযা, মো. শাজাহান ফকির, মো. হুমাযুন কবির সরকার, মোছলেউদ্দিন মৃধা, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মাহফুল হাসান হান্নান, কৃষকলীগ নেতা মাসুদ রাণাসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।