জাবি শিক্ষকের মৃত্যু /

প্রশাসনকে দায়ি করলেন অধ্যাপক সুলতানা

জাবি প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪১
শেয়ার :
প্রশাসনকে দায়ি করলেন অধ্যাপক সুলতানা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনার কাজে এসে আজ শুক্রবার সকালে মৃত্যুবরণ করেছেন চারুকলা অনুষদের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। তার মৃত্যুর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনকে দায়ি করেছেন রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সুলতানা আক্তার।

আজ বিকেল সাড়ে ৪টায় এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

অধ্যাপক সুলতানা আক্তার বলেন, ‘আমরা সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে কারচুপি রোধ করে ভোটগ্রহণ করেছি। ১ শতাংশও কারচুপি হয়নি। কথা ছিল মেশিনে ভোট গণনা হবে। কিন্তু সেটি না করে হাতে গোনা হচ্ছে। এর ফলে শিক্ষকদের অমানবিক পরিশ্রম হচ্ছে। এভাবে চলতে থাকলে আরও কয়েকদিন লাগবে। হাতে ভোট গুণতে আগ্রহ দেখেই আমরা বুঝেছি, ভোট গণনার নামে কালক্ষেপণ করা হয়েছে। এভাবে চলে না। ইতোমধ্যেই একজন সহকর্মীর মৃত্যু হয়েছে। আমি বলব- এ মৃত্যুর জন্য প্রশাসন ও নির্বাচন কমিশন দায়ি।’

এদিকে, জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে শিক্ষক জান্নাতুল ফেরদৌসের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। 

এর আগে বৃহস্পতিবার প্রীতিলতা হলের পোলিং অফিসারের দায়িত্ব পালন করা জান্নাতুল ফেরদৌস আজ সকালে সিনেট ভবনে এসেছিলেন ভোট গণনার দায়িত্ব পালনের জন্য। কিন্তু সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে নেওয়া হয় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।