কিভাবে আপনার বাসার ওয়াইফাই স্পিড বাড়াবেন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৯
শেয়ার :
কিভাবে আপনার বাসার ওয়াইফাই স্পিড বাড়াবেন

বর্তমানে জীবনযাত্রার প্রায় সবকিছুই নির্ভর করছে ইন্টারনেটের ওপর। কাজকর্ম, পড়াশোনা, বিনোদন, এমনকি ঘরে বসে বাজার করার ক্ষেত্রেও দরকার দ্রুতগতির নেট সংযোগ। মোবাইল ডাটা থাকলেও ঘরে বা অফিসে সবচেয়ে বেশি ভরসা করতে হয় ওয়াইফাই রাউটারের ওপর। কিন্তু অনেক সময় দেখা যায়, নেটের স্পিড ভালো থাকা সত্ত্বেও ব্রাউজিং বা ভিডিও স্ট্রিমিং ঠিকমতো হয় না, সোশ্যাল মিডিয়াতেও গতি পাওয়া যায় না। ফলে বিরক্তি জমে ওঠে।

আসলে ওয়াই-ফাই ধীরগতির হওয়ার পেছনে বেশ কিছু কারণ আছে। এক প্রতিবেদনে এসব কারণ ও সমাধান জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, রাউটার থেকে পর্যাপ্ত পরিমাণ দূরত্ব, পুরোনো হার্ডওয়্যার দীর্ঘদিন ধরে ব্যবহার, নির্দিষ্ট সংখ্যার বেশি ডিভাইস নেটওয়ার্কে কানেকশন— ওয়াইফাই স্লো হওয়ার পেছনে ইত্যাদি কার থাকতে পারে। অনেক সময় দেখা যায়, পুরোনো রাউটার বা ডিভাইস আপডেট ইন্টারনেট গতির সঙ্গে সামঞ্জস্য না হওয়ায় সমানতালে চলতে পারে না।

ওয়াই-ফাই স্পিড বাড়ানোর ৫ উপায়

১. রাউটার বাসা-বাড়ি বা ঘরের মাঝামাঝি কোথাও স্থানান্তর করা উচিত। খেয়াল রাখতে হবে, ডিভাইস ও রাউটারের দূরত্ব যেন বেশি না হয়।

২. প্রতিবেশীর নেটওয়ার্ক থেকে রক্ষায় রাউটারের চ্যানেল ম্যানুয়ালি পরিবর্তন করে নিন।

৩. ডুয়াল-ব্যান্ড ফ্রিকোয়েন্সি সাপোর্টেড রাউটার হলে ৫জি হার্জ ব্যান্ডে সুইচ করে নিন। ফলে ভিড় কম ও স্পিড বাড়ার সম্ভাবনা রয়েছে।

৪. রাউটারের ফার্মওয়্যার নিয়মিত আপডেট করা উচিত। এতে নিরাপত্তা ও পারফরম্যান্স উভয়ই ভালো হয়।

৫. পুরোনো রাউটার থাকলে সম্ভব হলে সেটি আপডেট করে নিন। অনেক সময় রাউটার বেশ পুরোনো হওয়ার কারণেও স্পিড স্লো হয়ে যায়।