ডাকসুর ভোটে স্বচ্ছতা চেয়ে ৪ দফা দাবি পোলিং এজেন্টদের

ঢাবি প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৮
শেয়ার :
ডাকসুর ভোটে স্বচ্ছতা চেয়ে ৪ দফা দাবি পোলিং এজেন্টদের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অনিয়মের অভিযোগ জানিয়েছেন ৯ জন পোলিং এজেন্ট। একই সঙ্গে নির্বাচনী অনিয়ম খতিয়ে দেখার প্রসঙ্গে তারা ৪ দফা দাবি উপস্থাপন করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিতভাবে এই অভিযোগ জমা দেন তারা।

অভিযোগ দেওয়া পোলিং এজেন্টরা হলেন—জাইবা তাহজীব, বৈশাখী সুলতানা রিথী, সামিরা রহমান, ইসরাত জাহান, শাহানা মমিন রাইসা, জাহরা নাজিফা, সামিহা হায়দার কথা, মোঃ মুসফিকুর রহমান ও রাজ ধর প্রীতম।

অভিযোগে বলা হয়, ভোটকেন্দ্রে আগে থেকেই পূরণ করা ব্যালট পেপার পাওয়া গেছে। ভোটারদের জায়গায় জাল ভোটার উপস্থিত ছিল এবং দায়িত্ব পালন করতে গিয়ে পোলিং এজেন্টদের নানা বাধার সম্মুখীন হতে হয়েছে। 

অভিযোগকারীরা আরও জানান, ভোটারদের আঙুলে ব্যবহৃত নির্বাচনী কালি অমোচনীয় ছিল না—সামান্য ঘষাতেই তা মুছে যাচ্ছিল। এছাড়া নির্বাচনের দিন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থীর মতো অনেকেই ভুয়া প্রেস-পাস ব্যবহার করে ক্যাম্পাসে প্রবেশ করে নির্বাচনকে প্রভাবিত করেছে।

তারা প্রশ্ন তোলেন, নির্বাচন কমিশন যে বিপুল ভোটার উপস্থিতির তথ্য দিয়েছে, বাস্তবে তা সঠিক কি না। অভিযোগে বলা হয়, এত ভোটার যদি সত্যিই অংশ নিতেন, তবে আধাবেলার পর ভোটকেন্দ্রগুলো কীভাবে ফাঁকা হয়ে গেল—সে প্রশ্ন এখন বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনের মনে।

পোলিং এজেন্টরা আরও অভিযোগ করেন, ভোটগ্রহণ শেষে গণনার সময়ও বহুবিধ অনিয়ম হয়েছে। ভোট গণনা শুরুতে গড়িমসি, নির্দিষ্ট প্যানেলের প্রার্থীদের অবৈধভাবে গণনা কেন্দ্রে অবস্থান, গণনার মেশিন ও সফটওয়্যার নিয়ে ধোঁয়াশা তৈরি করা এবং এজেন্টদের মেশিন থেকে দূরে রাখা তাদের মনে গভীর সন্দেহের জন্ম দিয়েছে।

এই পরিস্থিতিতে তারা ৪ দফা দাবি উত্থাপন করেছেন—

১। নির্বাচনী অনিয়ম খতিয়ে দেখার জন্য বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনের অংশগ্রহণে কমিটি গঠন এবং শিক্ষার্থী, শিক্ষক ও সাংবাদিকদের প্রমাণাদি জমা দেওয়ার আহ্বান।

২। অনতিবিলম্বে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট পুনর্গণনা।

৩। ভোটার উপস্থিতির প্রকৃত তথ্য বের করতে অংশগ্রহণকারী ভোটারদের তালিকা প্রকাশ।

৪। ভোট গণনার মেশিন ও প্রোগ্রাম কোন প্রতিষ্ঠানের কাছ থেকে, কী প্রক্রিয়ায় নেওয়া হয়েছে এবং কারা সংশ্লিষ্ট ছিল তা স্পষ্ট করা।