ডাকসু নির্বাচন খতিয়ে দেখা উচিত: খায়রুল কবির খোকন
ডাকসুর সাবেক জিএস ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ডাকসু নির্বাচনে নানা অভিযোগ ও অনিয়ম উত্থাপিত হয়েছে। এসব অভিযোগ খতিয়ে দেখা দরকার। ডাকসু নির্বাচনের মূল্যায়ন জানতে চাইলে গত বুধবার তিনি আমাদের সময়ের কাছে এই মন্তব্য করেন।
ফলাফল অনাকাক্সিক্ষত ও অপ্রত্যাশিত উল্লেখ করে খোকন বলেন, যে নির্বাচন হয়েছে তা প্রশ্নবিদ্ধ। নির্বাচন আরও সুন্দর হতে পারত। বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি সংগঠনের পক্ষে কাজ করেছে। ইতোমধ্যে স্বতন্ত্রপ্রার্থী উমামা ডাকসুর ফল বর্জন করেছেন। আমরা যেভাবে নির্বাচনটা বিতর্কের ঊর্ধ্বে দেখতে চেয়েছিলাম তা হয়নি। আমরা মনে করি, যেসব পক্ষপাতমূলক আচরণ হয়েছে তা খতিয়ে দেখা উচিত।
খায়রুল কবির বলেন, নির্বাচনে ছাত্রদল যে ফল প্রত্যাশা করেছিল তা হয়নি। এটা অনাকাক্সিক্ষত ও অপ্রত্যাশিত। আমরা মনে করি, সামনের নির্বাচনগুলো বিতর্কমুক্ত হবে, সেখানে প্রশাসন ও রাজনৈতিক সংগঠন সবাই দায়িত্বশীল আচরণ করবে।
আরও পড়ুন:
সাকিবকে নিয়ে যা বললেন ওবায়দুল কাদের