ভোট গননা শুরু, ফলের প্রতীক্ষায় জাবি

জাবি প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২৫, ২৩:২৩
শেয়ার :
ভোট গননা শুরু, ফলের প্রতীক্ষায় জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গননা শুরু হয়েছে। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হওয়া ভোট বৃহস্পতিবার রাত সোয়া ১০টায় গননা শুরু হয়। শিক্ষার্থীরা ভোটের ফল জানার জন্য উদগ্রীব হয়ে আছেন।

ম্যানুয়ালি ভোট গননা করায় কখন ফল পাওয়া যাবে তা নিয়ে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। তবে এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক রাশিদুল আলম বলেন, ‘আশা করছি শুক্রবার সকালের মধ্যে ফল প্রকাশ সম্ভব হবে।’

এদিকে ফলের প্রতীক্ষায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের ভেতরে ও আশে পাশের এলাকায় এসে জমায়েত হয়েছেন শিক্ষার্থীরা। এছাড়া ক্যাম্পাসের বিভিন্ন স্থানে মনিটরের মাধ্যমে দেখানো হচ্ছে ভোট গননা। সেখানেও দেখা গেছে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলামিন বলেন, ‘দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ফলের অপেক্ষায় নির্ঘুম রাত কাটবে আজ।’

আরেক শিক্ষার্থী আয়েশা আক্তার বলেন, ‘আজ আমি জীবনের প্রথম ভোট দিয়েছি। ভোটের ফল জানার জন্য আমি খুবই উদগ্রীব।’