রাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ইসলামী ছাত্র আন্দোলন

রাবি প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৪
শেয়ার :
রাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ইসলামী ছাত্র আন্দোলন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে সামনে রেখে ‘সচেতন শিক্ষার্থী সংসদ’ নামে প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন রাবি শাখা। এই প্যানেলে কেন্দ্রীয় সংসদের ২৩টি পদের মধ্যে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও তাদের মধ্যে কোনো নারী প্রার্থী নেই।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন সংগঠনটির সহ-সভাপতি মাহবুর আলম।

ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে মাহবুর আলম, সাধারণ সম্পাদক (জিএস) পদে মো. শরিফুল ইসলাম শরীফ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে পারভেজ আকন্দ প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এছাড়া ক্রীড়া সম্পাদক পদে মো. শফিউল আলম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মো. জাহিদুল ইসলাম শরীফ, তথ্য ও গবেষণা সম্পাদক পদে মো. মাহবুব আলম, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে মো. শাহরিয়ার জামান রিজন, সাংস্কৃতিক সম্পাদক পদে মো. রবিউল আলম সিকদার, সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে মো. কাজিউল ইসলাম কাজল, বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে মো. জোবায়ের হোসেইন জিহাদ এবং পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মো. তাহসিন আহম্মেদ। কার্যনির্বাহী সদস্য পদে আছেন আহসানুল ইসলাম শাওন ও ইয়াছিন মিয়া।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে নেতারা জানান, সিনেট ছাত্র প্রতিনিধি পদে প্রার্থী না দেওয়ার কারণ প্রার্থী সংকট। আর নারী প্রার্থী না থাকার কারণ হিসেবে তারা সাইবার বুলিংয়ের ভয় উল্লেখ করেন। তবে নির্বাচিত নারী প্রতিনিধিদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তারা।