দিনভর উত্তেজনা /
জাকসুর ভোট গ্রহণ শেষ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। দিনভর উত্তেজনা থাকলেও নির্বাচন ঘিরে বড় ধরনের কেনো সংঘাত হয়নি। তবে কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করেছে ছাত্রদল প্যানেল।
আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। যদিও বেশ কিছু হলে ভোট দেওয়ার জন্য এখনো লাইনে দাঁড়িয়ে আছেন শিক্ষার্থীরা। তবে রিটার্নিং অফিসারগণ জানিয়েছেন, যারা এখনো লাইনে দাঁড়িয়ে আছেন তারা ভোট দিতে পারবেন। সময় শেষ হলেও এক্ষেত্রে তাদের ভোটদানে বাধা নেই।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলের ভোটসংখ্যা জানা গেছে। রবীন্দ্রনাথ ঠাকুর হলে ২৬১টি ভোট পরেছে, যা মোট ভোটের ৭৫ শতাংশ, মওলানা ভাসানী হলে ৩৮৪ ভোট পরেছে, যা মোট ভোটের ৭৪ শতাংশ, মীর মশাররফ হোসেন হলে ৩১৪ ভোট পরেছে, যা মোট ভোটের ৬৭ শতাংশ বলে জানা গেছে।
উল্লেখ্য, জাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ছাত্রী ভোটার ৫ হাজার ৭২৮ জন, ছাত্র ভোটার ৬ হাজার ১৫ জন। ২৫টি পদে লড়ছেন ১৭৭ জন প্রার্থী।
এরমধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১০ জন।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!