জাকসু নির্বাচন /

কয়েক হলে ভোটারদের হাতে দেওয়া হয়নি অমোচনীয় কালি

জাবি প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৮
শেয়ার :
কয়েক হলে ভোটারদের হাতে দেওয়া হয়নি অমোচনীয় কালি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভোটারদের হাতে অমোচনীয় কালি দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না বেশ কিছু হলে।ভোটাররা ভোট দিয়েছেন কি না, সেটা যাচাই করার অন্যতম উপায় হল অমোচনীয় কালি।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে জাকসু নির্বাচনের ভোটগ্রহণ, চলবে বিকেল ৫টা পর্যন্ত।

অমোচনীয় কালি না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে স্বতন্ত্র ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু বলেন, ‘পুরাতন হলগুলোতে অমোচনীয় কালি দেওয়া হলেও নতুন হলে এমনটা নেই। আমি চাই পুরো বিশ্ববিদ্যালয়ে একই নিয়মে ভোটগ্রহণ হোক।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক রাশিদুল আলম বলেন, ‘আমরা বিষয়টি অবগত হয়েছি। দ্রুত সমাধানের চেষ্টা করছি।’ 

প্রসঙ্গত, জাকসু নির্বাচনে ২৫ পদে ১৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে নয়জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ছয়জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।