অস্কারের জন্য সিনেমা আহ্বান
৯৮তম অস্কার আসরের জন্য বাংলাদেশের সিনেমা আহ্বান করা হয়েছে। নির্বাচিত সিনেমাটি ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে প্রতিযোগিতা করবে। সিনেমা জমা দেওয়ার শেষ সময় ১৬ সেপ্টেম্বর বিকেল ৫টা।
সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অস্কার বাংলাদেশ কমিটিতে জমা দিতে আগ্রহী পরিচালক-প্রযোজকের সিনেমাটি অবশ্যই বাংলা ভাষায় নির্মিত বাংলাদেশি হতে হবে। ১ অক্টোবর ২০২৪-এর পর এবং ৩০ সেপ্টেম্বর ২০২৫-এর আগে মুক্তি পাওয়া বাংলাদেশের প্রেক্ষাগৃহে ধারাবাহিকভাবে ৭ (সাত) দিন বাণিজ্যিকভাবে প্রদর্শিত ইংরেজি সাব টাইটেলসহ যে কোনও পূর্ণদৈর্ঘ্য সিনেমা বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। এর উল্লেখযোগ্য অংশ বাংলাদেশি পরিচালকের নিয়ন্ত্রণের মাধ্যমে সিনেমাটি নির্মিত হতে হবে।
সিনেমাটি একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস (এএমপিএএস)-এর সমস্ত প্রযুক্তিগত এবং যোগ্যতার মানদণ্ড অনুযায়ী হতে হবে। এমনটাই জানিয়েছে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস)।
জমা দেওয়ার নির্দেশিকায় বলা হয়েছে, আগ্রহী প্রযোজক/স্বত্বাধিকারী একটি পূরণকৃত আবেদন ফর্ম (সমন্বয়কারী, অস্কার বাংলাদেশ কমিটি, বিএফএফএস থেকে পাওয়া যাবে), প্রকাশের তারিখ এবং প্রদর্শনী চালানোর প্রমাণ (সর্বনিম্ন ৭ দিন), দুটি ডিভিডি/ ব্লু-রে স্ক্রিনার বা একটি নিরাপদ ডিজিটাল লিঙ্ক, প্রেস কিট, গল্প সংক্ষেপ এবং সিনেমার মূল ক্রেডিটসহ এটি জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
এই বাছাই প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য আগ্রহী সিনেমা প্রযোজকদের উদ্দেশে বলা হয়, জমা দিতে হবে বিএফএফএস কার্যালয়ে: প্ল্যানার্স টাওয়ার, ৩য় তলা, ১৩/এ সোনারগাঁও (বীর উত্তম চিত্তরঞ্জন দত্ত) রোড, বাংলামোটর, ঢাকা ১০০০।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
বলা দরকার, অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২৬ সালের ১৬ মার্চ অনুষ্ঠিত হবে ৯৮তম অস্কারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে পুরস্কার।