ডাকসুর ১২ হলের ফল: জয়ের সুবাস পাচ্ছেন সাদিক কায়েম

অনলাইন ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৫
শেয়ার :
ডাকসুর ১২ হলের ফল: জয়ের সুবাস পাচ্ছেন সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জয়ের সুবাস পেতে শুরু করেছেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম। এখন পর্যন্ত ১২টি হলের ফল ঘোষণা করা হয়েছে। ফল অনুযায়ী, বিপুল ব্যবধানে এগিয়ে আছেন তিনি। 

১২ হলের ফল অনুযায়ী, সাদিক কায়েম নিকটতম প্রার্থীর চেয়ে প্রায় আড়াইগুণ বেশি ভোটে এগিয়ে আছেন। তিনি মোট ১২ হাজার ১০৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন চার হাজার ৯১৫ ভোট। 

ফল ঘোষণা করা হলগুলো হলো- শামসুন্নাহার হল, মুহসীন হল, এফ রহমান হল, রোকেয়া হল, এসএম হল, জহুরুল হক হল, জগন্নাথ হল, শহীদুল্লাহ হল, কার্জন হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল ও সুফিয়া কামাল হল। 

সুফিয়া কামাল হল

সাদিক কায়েম ১২৭০

উমামা ফাতেমা-৫৪৭

আবিদুল ইসলাম-৪২৩

অমর একুশে হল 

সাদিক কায়েম ৬৪৪ 

আবিদুল ইসলাম খান ১৪১

উমামা ফাতেমা-৯০

আব্দুল কাদের ৩৬ 

ফজলুল হক মুসলিম হল

সাদিক কায়েম ৮৪১

আবিদুল ইসলাম খান ১৮১

উমামা ফাতেমা-১৫৩

ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল

সাদিক কায়েম-৯৬৬ 

আবিদুল ইসলাম খান- ১৯২

উমামা ফাতেমা-১৪০

শামসুন নাহার হল 

আবিদুল ইসলাম ৪৩৪

সাদিক কায়েম ১১১৪

উমামা ফাতেমা ৪০৩

আব্দুল কাদের ৫৯

রোকেয়া হল

সাদিক কায়েম ১৪৭২ 

শামীম হোসেন ৬৮৪

উমামা ফাতেমা ৬১৪ 

আবিদুল ইসলাম ৫৭৫

জগন্নাথ হল 

আবিদুল ইসলাম খান-১২৭৬ 

আবু সাদিক কায়েম-১০ 

শামীম হোসেন-১৪১

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল

সাদিক কায়েম ৮৪১ 

আবিদুল ইসলাম খান ১৮১ 

সার্জেন্ট জহুরুল হক হল

সাদিক কায়েম ৮৯৬ 

আবিদুল ইসলাম খান ৩১৪

এসএম হল

সাদিক কায়েম ৩০৩

আবিদুল ইসলাম ১১০ 

হাজী মুহম্মদ মুহসীন হল

সাদিক কায়েম ৬৩৩ 

আবিদুল ইসলাম ২২১

শামীম হোসেন ১২৩

উমামা ফাতেমা ৫৬ 

বিজয় একাত্তর হল

সাদিক কায়েম ৯৯১ 

আবিদুল ইসলাম ২৭৮

শামীম হোসেন ১৯১

উমামা ফাতেমা ১০৪