রাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্র ইউনিয়ন

রাবি প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৭
শেয়ার :
রাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্র ইউনিয়ন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশিত হবে আগামীকাল বুধবার। এর আগেই বিভিন্ন সংগঠন প্যানেল ঘোষণা করছে। এর অংশ হিসেবে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ) রাবি সংসদ সমর্থিত অপরাজেয় ৭১–অপ্রতিরোধ্য ২৪ প্যানেল ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করেন সংগঠনটির সভাপতি মাসুদ কিবরিয়া। তিনি জানান, কেন্দ্রীয় সংসদের ৮টি পদ এবং সিনেট সদস্য পদে একজন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে মাসুদ কিবরিয়া, সাধারণ সম্পাদক (জিএস) পদে পরমা পারমিতা ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে সানজিদ প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সাংস্কৃতিক সম্পাদক পদে মুক্তাদির করিম কুয়াশা, সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক মেহেদী হাসান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আবু রায়হান জনি, সহকারী পরিবেশ সম্পাদক বিজয় মর্মি এবং কার্যনির্বাহী সদস্য পদে শাহিন শিকদার রয়েছেন। এ ছাড়া সিনেট সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন পরমা পারমিতা।

উল্লেখ্য, মনোনয়নপত্র যাচাই শেষে ১০ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা এবং ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। আগামী ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একাডেমিক ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শেষে সেদিনই গণনা করে ফলাফল ঘোষণা করা হবে।