বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩০
শেয়ার :
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে বিদ্যুতস্পৃষ্ঠে মো. নাইম শেখ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর দুইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। নিহত নাইম শেখ শ্রীপুর উপজেলার উজিলাব গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী আরিফ মিয়া জানান, ওই ব্যক্তি বিদ্যুৎ লাইনে কাজ করছিলেন। এ সময় তার কাঁদে থাকা একটি পাইপ বিদ্যুতের তারে জড়িয়ে পরে। এ সময় ওই ব্যক্তি চিৎকার দিয়ে নিচে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

শ্রীপুর পৌরসভার প্রকৌশলী মো. মিজানুর রহমান জানান, নাইম পৌরসভায় চুক্তিভিত্তিক ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে কর্মরত।

আজ দুপুর ২টার দিকে নাইম,বাশার,ফরিদ উপজেলা হাসপাতালের সামনে সড়ক বাতির সংযোগে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পর্শ লেগে বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যায়। হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট ওই ব্যক্তিকে হাসপাতালে আনার সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ব্যারিস্টার সজিব আহমেদ জানান, ঘটনাটি জেনেছি। এ বিষয়ে পৌরসভার পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।