ভুয়া ভুয়া স্লোগানে মুখরিত টিএসসি

ঢাবি প্রতিবেদক
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১১
শেয়ার :
ভুয়া ভুয়া স্লোগানে মুখরিত টিএসসি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের টিএসসি কেন্দ্রে প্রার্থীদের ঢুকতে না দেওয়ায় প্রশাসনের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে ভুয়া ভুয়া স্লোগান দেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের প্রার্থীরা। আজ মঙ্গলবার টিএসসির সামনে তারা এই স্লোগান দেন। 

এই প্যানেলের প্রার্থীরা অভিযোগ তুলেন, শিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েমকে টিএসসিতে প্রবেশ করতে দেওয়া হলেও তাদের প্রবেশ করতে দেওয়া হয় নাই।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভোট গ্রহণের সময় শেষ হলো। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকে নানা অভিযোগ-পাল্টা অভিযোগ উঠে প্রার্থীদের বিরুদ্ধে। বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শেষ হয়।