প্রথমবার ভোট দিতে পারার আনন্দটা সত্যিই অবাস্তব: মেঘমল্লার বসু

ঢাবি প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৯
শেয়ার :
প্রথমবার ভোট দিতে পারার আনন্দটা সত্যিই অবাস্তব: মেঘমল্লার বসু

প্রথমবার ভোট দিতে পারার যে অভিজ্ঞতা, যে আনন্দ, এই আনন্দটা সত্যিই অবাস্তব বলে জানিয়েছেন প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসু। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ভোট দেওয়ার পর নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি এ কথা বলেন। 

এর আগে বেলা ১১টার দিকে হুইলচেয়ারে করে একজন সহযোগীর সহযোগিতায় কেন্দ্রে প্রবেশ করেন মেঘমল্লার বসু।

ভোট দেওয়ার পর সাংবাদিকদের এই জিএস পদপ্রার্থী বলেন, ‘আমার বয়স ২৭ বছর হয়ে গেছে। এতদিনে আমার দুই-তিনটা ভোট দেওয়া হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আমি এখন পর্যন্ত কোনো ভোট দিতে পারিনি। ২০১৯ সালে যখন নির্বাচন হয়েছিল, তখন আমি ছয় ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও ভোট দিতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘প্রথমবার ভোট দেওয়ার সময় ২৪-এর অভ্যুত্থানের শহীদদের কথা মনে পড়ছিল। মনে হচ্ছিল, অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে আমরা আসলে এই যাত্রাটা শুরু করতে পেরেছি, যেখানে একটি স্বাধীন দেশের মানুষ নিজের ইচ্ছা অনুযায়ী ভোট দিতে পারে।’

যদি অনাবাসিক শিক্ষার্থীদের টার্নআউট ৫০ শতাংশ এর উপরে হয়, তাহলে আজকের ভোটের ক্যালকুলেশন বদলে যাবে বলে জানান মেঘমল্লার বসু। তিনি বলেন, ‘আমি বারবার যেখানেই কথা বলার সুযোগ পাচ্ছি, একটা কথাই বলছি প্লিজ, ভোটটা দিতে আসেন।’