‘এটা সত্যিই অনেক কষ্টের, বেদনার’

বিনোদন প্রতিবেদক
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:১১
শেয়ার :
‘এটা সত্যিই অনেক কষ্টের, বেদনার’

এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক অমিত হাসান। অভিনয় নিয়ে ছিলেন ভীষণ ব্যস্ত। ধীরে ধীরে সিনেমার কাজ যায় কমে। অভিনেতা হিসেবে এক প্রকার অবসরে চলে যান তিনি। তবে দর্শকদের মনে আজও আছেন প্রিয় অভিনেতা হিসেবে। আজ (৯ সেপ্টেম্বর) অমিত হাসানের জন্মদিন।

বলা দরকার, ১৯৬৮ সালের আজকের এদিনে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার বানিয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন অমিত হাসান। তার প্রকৃত নাম খন্দকার সাইফুর রহমান। ১৯৮৬ সালে ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার মাধ্যমে অমিত হাসান সিনেমায় আসেন। ১৯৯০ সালে মুক্তি পায় তার অভিনীত প্রথম সিনেমা ‘চেতনা’। এটি পরিচালনা করেন ছটকু আহমেদ। তবে কেন্দ্রিয় চরিত্রে একক নায়ক হিসেবে তিনি প্রথম অভিনয় করেন মনোয়ার খোকনের ‘জ্যোতি’ সিনেমায়। এরপর ‘প্রেমের সমাধি’, ‘শেষ ঠিকানা’, ‘জিদ্দী’, ‘বিদ্রোহী প্রেমিক’, ‘তুমি শুধু তুমি’, ‘বাবা কেন চাকর’, ‘রঙিন উজান ভাটি’, ‘ভালবাসার ঘর’সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমায় কাজ করেছেন তিনি।

তিন দশকেরও বেশি সময় ধরে অমিত হাসান অভিনয় করে কোটি দর্শকের ভালোবাসা পেয়েছেন। তবে তার মনে রয়ে গেছে একটি দুঃখও। বিশেষ এদিনে তা প্রকাশ করলেন। জানালেন, দীর্ঘ ক্যারিয়ার সত্ত্বেও অভিনয়ের সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাননি তিনি।

অমিত হাসান বলেন, ‘অনেক দর্শকপ্রিয় সিনেমা রয়েছে যেখানে আমি আমার মতে খুব ভালো অভিনয় করেছি। বিশেষভাবে উল্লেখ করার মতো যদি বলতে হয় তাহলে “বিদ্রোহী প্রেমিক”, “উজান ভাটি”, “তুমি শুধু তুমি”, “বিনি সুতার মালা” সিনেমার কথা বলা যায়। আবার খল অভিনেতা হিসেবে “এইতো প্রেম”, “শাহেনশাহ”র কথাও বলা যায়। কিন্তু কোনোভাবেই ভাগ্যে জুটল না জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তাই কোটি দর্শকের ভালোবাসার মাঝে যে সুখ আছে সেই সুখের মাঝেও প্রায়শই দুঃখ নড়েচড়ে ওঠে। এত বছর ধরে চলচ্চিত্রে নিরলসভাবে শ্রম দিয়ে যাচ্ছি, অভিনয় করে যাচ্ছি। কিন্তু জাতীয় স্বীকৃতি মেলেনি, এটা সত্যিই অনেক কষ্টের, বেদনার।’

এদিকে, সুদূর যুক্তরাষ্ট্রে থাকা এই নায়ক পরিবারের সঙ্গেই ঘরোয়াভাবে জন্মদিন উদযাপন করবেন বলে জানান অমিত হাসান। দূর পরবাস থেকে সবার দোয়া চেয়েছেন তিনি। অমিত হাসানের কথায়, ‘আজ আমি যেখানে এসেছি, তার পুরো কৃতিত্ব আমার মা মালিহা রহমানের। আম্মার উৎসাহ, অনুপ্রেরণাতেই আমি অমিত হাসান। আর দর্শকের ভালোবাসা তো আছেই। বিশেষ দিনে সবার কাছে পরিবারের জন্য দোয়া চাই। সবাই আমার পাশাপাশি পরিবারের জন্যও দোয়া করবেন।’