এআইইউবি-এর পাবলিক হেলথ বিভাগের স্কয়ার ফার্মায় ফিল্ড ট্রিপ অনুষ্ঠিত
মাস্টার্স ইন পাবলিক হেলথ (এমপিএইচ) কোর্সের শিক্ষার্থীদের জন্য ক্লাসরুম শিক্ষার পাশাপাশি শিক্ষামূলক ফিল্ড ট্রিপকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি - বাংলাদেশ (এআইইউবি)-এর পাবলিক হেলথ বিভাগ। পরিবেশগত ও পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক পাঠক্রমের অংশ হিসেবে প্রতি সেমিস্টারে ফিল্ড ট্রিপের আয়োজন করা হয়। এর ফলে শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যার সমাধান, নেতৃত্বের দক্ষতা, দলগত কাজ এবং সামাজিক সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে আরও দক্ষ হয়ে ওঠে।
গত ৩০ আগস্ট এমপিএইচ শিক্ষার্থীরা গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত স্কয়ার ফার্মার প্রধান উৎপাদন স্থাপনা পরিদর্শন করেন। শিক্ষার্থীরা সেখানে শিল্প নিরাপত্তা, কর্মীদের ঝুঁকি ও আঘাত সংক্রান্ত বাস্তব শিক্ষার সুযোগ পান। স্কয়ার ফার্মা উন্নত যন্ত্রপাতিতে ব্যাপকভাবে বিনিয়োগ করেছে, যা শারীরিক ঝুঁকি কমাতে এবং উৎপাদন মান নিশ্চিত করতে সহায়ক।
উল্লেখ্য, স্কয়ার ফার্মা ২০১৭ সালে পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যাওয়ার্ড লাভ করেছে। স্কয়ার ফার্মার কালিয়াকৈর ইউনিটে একটি ফিটনেস সেন্টারও রয়েছে, যা কর্মীদের শারীরিক ও মানসিক সুস্থতা বৃদ্ধি করতে সহায়ক।
এআইইউবি-এর পাবলিক হেলথ বিভাগের প্রধান ড. মুহাম্মদ ওয়াসিফ আলম বলেন, সব কর্মস্থলে ইনডোর খেলাধুলা সমন্বিত ফিটনেস সেন্টার থাকা উচিত। এটি কর্মীদের সুস্থ এবং নিরাপদ রাখার পাশাপাশি উৎপাদনশীলতাও বাড়ায়।
তিনি আরও উল্লেখ করেন, এমন প্রোগ্রামের মাধ্যমে কর্মীরা আর্থিক বা অন্যান্য সুবিধা পেয়ে ফিটনেস সেন্টার ব্যবহার করতে উৎসাহিত হবেন।
এমপিএইচ শিক্ষার্থীরা স্কয়ার ফার্মার নেতৃবৃন্দকে তাদের শিক্ষামূলক অভিজ্ঞতার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন।