রাকসু নির্বাচনে ২টি প্যানেল ঘোষণা
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে দুটি প্যানেল ঘোষণা করা হয়েছে। আজ সোমবার বিকেলে রাকসু ভবনের সামনে ‘রাকসু আন্দোলন মঞ্চ’ থেকে ‘রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ’ প্যানেল ঘোষণা করা হয়। একই দিন বিকেলে পরিবহন মার্কেট চত্বরে বাম সংগঠনগুলো ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’ প্যানেল ঘোষণা করে।
রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ প্যানেলে ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র ফেডারেশনের প্রার্থীরা অংশ নিচ্ছেন। ২৩টি পদের মধ্যে ১৯টিতে মনোনয়ন দিয়েছে এ প্যানেল। এতে সহসভাপতি পদে মেহেদী হাসান মারুফ, সাধারণ সম্পাদক পদে আফরিন জাহান ও সহসাধারণ সম্পাদক পদে আল শাহরিয়ার শুভ প্রতিদ্বন্দ্বিতা করবেন।
অন্যদিকে, গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ প্যানেলটি ঘোষণা করেন শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি রাকিব হোসেন। ২৩টির মধ্যে ১৬টি পদে মনোনয়ন দিয়েছে প্যানেলটি। এতে সহসভাপতি পদে ফুয়াদ রাতুল, সাধারণ সম্পাদক পদে কাউছার আহম্মেদ ও সহসাধারণ সম্পাদক পদে নাসিম সরকার প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আরও পড়ুন:
ইবির ইসলামের ইতিহাস বিভাগে তালা!