রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে সাইবার আক্রমণ

ঢাবি প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২২
শেয়ার :
রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে সাইবার আক্রমণ

রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে কিছু গোষ্ঠী সাইবার আক্রমণ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।  

আজ সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে আবিদুল ইসলাম বলেন, ‘৫ আগস্ট পরবর্তী সময়ে আমরা লড়াই চালিয়ে গেছি সকল রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধে। অদৃশ্য এক শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করেছি- যারা শিক্ষার্থীদের মানবাধিকারে বিশ্বাস করে না, মত প্রকাশে বিশ্বাস করে না। কিন্তু আজ রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে আমাদের আইডিগুলো সাইবার আক্রমণের মাধ্যমে ডিজেবল করে দেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ঝড় থাকুক, বৃষ্টি থাকুক, প্রতিকূল আবহাওয়া থাকুক আগামীকাল সকল অপপ্রচারকারীদের জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে। হয়তো আমাদের আইডি দিয়ে আর প্রচারণা চালানো যাবে না, কিন্তু আপনারাই ব্যালটের মাধ্যমে আমাদের কণ্ঠস্বর হবেন।’

মানবাধিকার ও মতপ্রকাশে যারা বিশ্বাস করে না, আগামীকাল তাদেরকে ব্যালটের মাধ্যমে জবাব দেওয়ার আহ্বান জানান তিনি।  

এ সময় সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী শেখ তানভীর বারী হামিম বলেন, ‘শিক্ষার্থীরা আগামীকাল সাইবার আক্রমণের বিরুদ্ধে ব্যালটের মাধ্যমে জবাব দেবে। একই সঙ্গে আমি শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই- আজ আমাদের প্রতিনিধি হিসেবে, আমাদের ভাইদের আইডি ডিজেবল করা হয়েছে। আগামীকাল ওই প্রতিক্রিয়াশীল গোষ্ঠী যদি কোনোভাবে বাই ফল্ট নির্বাচিত হয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০ হাজার শিক্ষার্থীর আইডিই কিন্তু তারা ডিজেবল করে দেবে।’

তিনি আরও বলেন, ‘পূর্বে রাষ্ট্রের পক্ষে দেশপ্রেমিকতার সঙ্গে যারা কথা বলেছে, তাদের গুম করা হতো। আর এখন যারা দেশপ্রেমিকতার পক্ষে কথা বলেন, দেশের পক্ষে কথা বলেন, তাদের সামাজিক যোগাযোগমাধ্যমগুলো সাইবার আক্রমণের মাধ্যমে বন্ধ করে দেওয়া হচ্ছে। এই দুটোই সমান অপরাধ। এই প্র্যাকটিস বা অনুশীলনটি শুরু হয়েছে গত ১৭ বছর ধরে আওয়ামী ছাত্রলীগের সঙ্গে মিশে থাকা একটি গোষ্ঠীর মাধ্যমে। এটাই আমাদের বিশ্বাস।’