‘নিজেকে কি উপহার দিব ভাবছি’

বিনোদন প্রতিবেদক
০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৭
শেয়ার :
‘নিজেকে কি উপহার দিব ভাবছি’

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। শুধু দেশেই নয়, কলকাতার সিনেমাতেও অভিনয় করে জয় করেছেন দর্শকদের মন। আজ (৮ সেপ্টেম্বর) এই অভিনেত্রীর জন্মদিন। বিশেষ এদিনটি ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছেন তিনি।

জানা গেছে, জন্মদিন ঘিরে নায়িকার তেমন বড় কোনো আয়োজন নেই। পরিবারের সঙ্গে নিজের বাসাতে ঘরোয়া আয়োজনেই দিনটি উদযাপন করবেন তিনি।

নুসরাত ফারিয়া জানান, প্রথম জন্মদিন পালন করেছিলেন সাত বছর বয়সে। এরপর তেমনভাবে দিনটি আর পালন করা হয়নি। তবে ২০১৩-১৪ ও ১৫ সালের দিকে খুব আগ্রহ নিয়ে জন্মদিন পালন করেছেন। কারণ সময়টা ছিল তার সিনেমার ক্যারিয়ার গড়ার।

মজার বিষয় হচ্ছে, প্রতি জন্মদিনেই নিজেকে নিজে উপহার দিতে ভালোবাসেন নুসরাত ফারিয়া। তার ভাষ্য, ‘জন্মদিনে আমিই আমাকে গিফট করি। এটা আমার ভালো লাগে। ২০১৩ সালে আমি প্রথম গাড়ি কিনি। সেকেন্ড হ্যান্ড এক্স করোলা কিনেছিলাম। তখন তো অতো টাকা কামাতাম না। যাই হোক, গাড়িটা আমার জন্মদিনে আমাকে গিফট করেছিলাম। এরপর ২০১৮ সালে মার্সিডিজ কিনি। এটাও ছিল জন্মদিনে আমাকে দেওয়া আমার গিফট। এবারও নিজেকে কি দেওয়া যায় ভাবছি।’

বিশেষ এদিনে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া ও ভালোবাসা চেয়েছেন ফারিয়া।

বলা দরকার, ২০১৫ সালে যৌথ প্রযোজনার ‘আশিকী’ সিনেমার মধ্যদিযে বড় পর্দায় আত্মপ্রকাশ ঘটে নুসরাত ফারিয়ার। এরপর জিৎ, আরিফিন শুভ, শাকিব খান, অঙ্কুশ, বাপ্পী ও সিয়াম আহমেদসহ অনেক জনপ্রিয় নায়কের সঙ্গে কাজ করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি গায়িকা হিসেবেও বাজিমাত করেছেন এই অভিনেত্রী।