সকালের নাশতায় দুধ খাওয়া কি ভালো?
সুষম খাবার দুধ। যা আদর্শ খাবার হিসেবে খ্যাতি পেয়েছে। দুধের উপকারিতা বলে শেষ করা যাবে না। ছেলে থেকে বুড়ো— দুধ খায় না এমন লোক খুঁজে পাওয়া যাবে না। জনপ্রিয় এই খাবার নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। বিশেষ করে দুধ কখন খাওয়া উচিত এই নিয়ে দ্বন্দ্বের শেষ নেই। কারণ কেউ বলেন সকালে খেলে উপকার মিলবে তো আরেক দল রাতে খাওয়ার কথা বলেন। জানুন পুষ্টিবিজ্ঞানীরা কী বলছেন?
সকালের নাশতায় দুধ খাওয়া কি ঠিক?
অনেকেই নাগরিক ব্যস্ততায় রোজ সকালে অফিসে যাওয়ার সময় দ্রুত নাশতা খান। তাই তো দুধ-কর্নফ্লেক্সের জনপ্রিয়তা বাড়ছে দিনে দিনে। এদিকে আবার অনেকেই সকালে উঠে দুধ চায়ের নেশাটা ছাড়তেই পারছেন না। ফলে দুধ দিয়েই শুরু হচ্ছে অধিকাংশেরই দিন।
সকালে দুধ খাওয়া কি উচিত নয়?
পুষ্টিবিদদের মতে, সকালে দুধ খেলে কারও কারও পেটের সমস্যা হতে পারে। তবে এই সমস্যার সঙ্গে দুধের কতটা যোগ রয়েছে সেটা দেখে নেওয়া জরুরি। কারও যদি ল্যাকটোজ ইনটলারেন্স থাকে, তাহলে এমন ঘটনা ঘটতে পারে। তবে সাধারণ মানুষের দুধে খেলে পেট গুরগুর করার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
আরও পড়ুন:
শীতে গর্ভবতী মায়েদের যত্ন
‘ল্যাকটোজ’ নিয়ে যত সমস্যা
দুধ খাওয়া মাত্রই একে হজম করার জন্য ল্যাকটেজের ক্ষরণ হয়। আর এই ল্যাকটোজ হল একটি ড্রাইস্যাকারাইড। এটি গ্লুকোজ এবং গ্যালাকটোজ-এর সমন্বয়ে তৈরি। এই এনজাইম দুধের গ্লুকোজকে ভেঙে গ্যালাকটোজে পরিণত করে ও হজম করায়। তবে ল্যাকটেজ ক্ষরণে কোনও সমস্যা তৈরি হলেই বিপত্তি।
কারণ ল্যাকটেজ ঠিকমতো কাজ করতে না পারলে দুধ একেবারেই সহ্য হবে না। তখন ল্যাকটেজ ইনটলারেন্সের কারণে গ্যাস্ট্রিক-অ্যাসিডিটির দাপট বাড়বে। শুধু তাই নয়, বদহজমের সমস্যা লেজুড় হয়ে পেট ফাঁপা, পেটে ব্যথার মতো সমস্যাও ঘাড়ে চাপতে পারে। এমনকি বিষয়টি বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছালে গ্যাস্ট্রোএনন্ট্রোলাইটিসের মতো সমস্যাও হতে পারে।
সকালে কি তবে দুধ না খাওয়াই ভালো?
আরও পড়ুন:
জরায়ুমুখ ক্যানসারের লক্ষণগুলো জেনে রাখুন
ব্যাপারটা এতটা সরল নয়। সকালে নিশ্চিন্তে দুধ খাওয়া যেতেই পারে। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে দুধটা যেন খুব গরম না হয়। ঠান্ডা হলে আর কোনও চিন্তাই নেই। আর যদি দুধের কারণে অন্য কোনও সমস্যা না হয়, তাহলে নিশ্চিন্তে গলায় ঢালা যায় এই পানীয়।
গরম দুধ এড়িয়ে চলা উচিত?
গরম দুধ খেলে অ্যাসিডিটির ফাঁদ চওড়া হয়। এমনকি দুধে চা পাতা ও চিনি দিয়ে ফুটিয়ে খেলেও একই ঘটনা ঘটতে পারে। তাই এই ভুল এড়িয়ে চলুন।
দুধ খাওয়ার আসল সময় কখন?
আরও পড়ুন:
শীতে মুলা কেন খাবেন?
রাতে শোওয়ার সময় এক গ্লাস দুধ খেলে সবথেকে বেশি পুষ্টি পায় শরীর। এমনকী দুধে থাকা মেলাটোনিনের কারণে রাতের ঘুমও হবে ভালো।