জাকসুতে ছাত্র ইউনিয়নের ভিপি প্রার্থীর প্রার্থিতা বাতিল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সম্প্রীতির ঐক্য প্যানেল থেকে ভিপি পদপ্রার্থী অমর্ত্য রায় জনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। তিনি ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক সভাপতি।
আজ শনিবার জাকসুর নির্বাচন কমিশনানের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রত্নতত্ত্ব বিভাগে ভর্তি হওয়া ছাত্র অমর্ত্য রায় জন, রেজি নং-৪৬৯৮৪, আ ফ ম কামালউদ্দিন হল, জাকসুর গঠনতন্ত্রের ৪ ও ৮ ধারা মোতাবেক ভোটার ও প্রার্থী হওয়ার অযোগ্য বিবেচিত হওয়ায় ভোটার ও প্রার্থী তালিকা থেকে তার নাম প্রত্যাহার করা হলো।
এ বিষয়ে বক্তব্য জানতে অমর্ত্য রায়ের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ফোন বন্ধ পাওয়া যায়।
চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের প্রায় ১০ দিন পর কেন প্রার্থিতা বাতিল হলো—এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক রাশিদুল আলম বলেন, এটি সিন্ডিকেটে সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে রেজিস্ট্রার ভালো জানেন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আজিজুর রহমান বলেন, তিনি ২০২১ সালে স্নাতক চূড়ান্ত পর্যায়ের পরীক্ষায় অকৃতকার্য হন, পরবর্তীতে দুবার বিশেষ পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েও অকৃতকার্য হন। তাই তিনি এখন আর নিয়মিত শিক্ষার্থী নন।