আ. লীগের এমপি মনোনয়ন চাওয়া অপু বিশ্বাস এবার বিএনপির সমাবেশে
ঢালিউড কুইন’খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে কাজ করেছেন অসংখ্যা সিনেমায়। সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে উপহার দিয়েছেন বহু ব্যবসাসফল সিনেমা। বর্তমানে নতুন সিনেমার খবরে খুব একটা পাওয়া যায় না এই চিত্রনায়িকাকে। তবে বিভিন্ন পণ্য বা প্রতিষ্ঠানের প্রচারণায় ব্যস্ত আছেন অপু বিশ্বাস। পাশাপাশি নাম লিখিয়েছেন ব্যবসায়ও।
অভিনয়ে খুব বেশি একটা নিয়মিত না থাকলেও ব্যস্ত থাকেন নানা ধরণের কর্মকাণ্ডে। প্রায়ই সেটা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে।
ব্যক্তিজীবনে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সিনেমায় কাজের পাশাপাশি রাজনীতিতেও সরব ছিলেন অপু বিশ্বাস। পেয়েছিলেন সরকারি অনুদানের সিনেমাসহ আরও নানা সুবিধা।
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরমও কিনেছিলেন তিনি। যদিও মনোনয়ন জোটেনি তার ভাগ্যে, তবুও সরব ছিলেন বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের হয়ে নির্বাচনী প্রচারণায়।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। সরকারের পতনের পর থেকে নিজের বোল পাল্টাতে শুরু করেন অপু বিশ্বাস। জুলাই অভ্যুত্থানে হত্যা মামলার আসামিও এই নায়িকা।
আওয়ামী লীগের রাজনীতিতে সরব চিত্রনায়িকা অপু বিশ্বাস সম্প্রতি বিএনপির একটি অনুষ্ঠানে অতিথি হয়ে হাজির হয়েছিলেন। এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তাকে নিয়ে সমালোচনা। ইতোমধ্যেই অনুষ্ঠানে বক্তব্য দেওয়া অপু বিশ্বাসের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এজন্য অনেকেই তাকে সুবিধাবাদী হিসেবেও আখ্যা দিয়েছেন।
জানা গেছে, কুষ্টিয়ায় খোকসা উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে অপু বিশ্বাস অতিথি হিসেবে হাজির হয়েছিলেন। তার সঙ্গে ছিলেন চিত্রনায়ক নিরব।
আরও পড়ুন:
স্ত্রীর কবরের পাশে পরীর নানা সমাহিত
প্রসঙ্গত, দুই দশকের অভিনয়জীবন চিত্রনায়িকা অপু বিশ্বাসের। আমজাদ হোসেনের ‘কাল সকালে’ সিনেমাটি দিয়ে বড়পর্দায় তার যাত্রা শুরু হয়। সিনেমাটি মুক্তি পায় ২০০৫ সালে। পরের বছরে তিনি অভিনয় করেন ‘কোটি টাকার কাবিন’ সিনেমায়। এতে শাকিব খানের বিপরীতে দেখা যায় তাকে। আর এই সিনেমা দিয়েই শাকিবের সঙ্গে দীর্ঘ এক যুগের পথচলা শুরু হয় তাদের। তারা একসঙ্গে অভিনয় করেছেন ৮০টি সিনেমায়।