ইস্ট ওয়েস্ট ও ঢাকা চেম্বারের মধ্যে পেশাদার কোর্স চালুর চুক্তি

সংবাদ বিজ্ঞপ্তি
০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৯
শেয়ার :
ইস্ট ওয়েস্ট ও ঢাকা চেম্বারের মধ্যে পেশাদার কোর্স চালুর চুক্তি

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) মধ্যে যৌথভাবে বিশেষায়িত পেশাদার কোর্স চালুর লক্ষ্যে একটি সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ বৃহস্পতিবার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান এবং ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই সহযোগিতা স্মারকের লক্ষ্য হলো ব্যবসা এবং অর্থনৈতিক উন্নয়নের সমকালীন বিষয়গুলোতে উন্নত মানের পেশাদার কোর্স চালু করা। শুরুতে যে কোর্সগুলো চালু করা হবে, তার মধ্যে রয়েছে উদ্যোক্তা এবং স্টার্টআপ ডেভেলপমেন্ট, টেকসই ব্যবসায়িক কৌশল এবং ইএসজি রিপোর্টিং, এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট, পিএমপি ইত্যাদি।

শিক্ষার্থীদের সুবিধা ও অংশগ্রহণের সুবিধার জন্য, কোর্সগুলো অনলাইন এবং সরাসরি শ্রেণিকক্ষে উভয় ফরম্যাটে করা যাবে। প্রতি তিন মাস অন্তর বছরে চারবার কোর্স অফার করা হবে বলে চুক্তিতে উল্লেখ করা হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, উপ উপাচার্য অধ্যাপক ড. আশিক মোসাদ্দিক এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ ওয়াসিফ রেজা।

ঢাকা চেম্বারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট মো. সালিম সোলায়মান। পরিচালকদের মধ্যে ছিলেন- মামনুন কাদের, কামরুল হাসান তুহিন ও মিনহাজ আহমেদ। এ ছাড়া উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও অতিথিরা এই সহযোগিতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।