‘অদ্ভুত এক মায়া আছে তার কণ্ঠে’

বিনোদন প্রতিবেদক
০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৬
শেয়ার :
‘অদ্ভুত এক মায়া আছে তার কণ্ঠে’

তাকে বাংলা গানের কোকিল বলা হয়। সুরের জাদু দিয়ে পাঁচ দশকেরও বেশি সময় ধরে তিনি শ্রোতার হৃদয়ে গেঁথে আছেন। তিনি আর কেউ নন, সাবিনা ইয়াসমিন। আধুনিক গান থেকে শুরু করে সিনেমা- সব জায়গায় তার বিচরণ। আজ এই কিংবদন্তির জন্মদিন।

শুভেচ্ছার বন্যায় ভাসছেন গুণী এই কণ্ঠশিল্পী। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন নায়ক শাকিব খানও। লিখেছেন, ‘প্রজন্ম বদলেছে। সময়ের পালাবদল ঘটেছে। প্রযুক্তি এনেছে নতুন যুগ কিন্তু তার কণ্ঠের আবেদন আজও সমান জনপ্রিয়, সমান প্রাসঙ্গিক। ৫০ বছর আগের গাওয়া তার কোনো গান শুনলেও আজও মন ছুঁয়ে যায়, হৃদয় শীতল হয়ে ওঠে।’

যোগ করে শাকিব আরও লিখেছেন, ‘অদ্ভুত এক মায়া আছে তার কণ্ঠে, যা ছুঁয়ে যায় ভোরের আলোতেও, আবার রাতের নিস্তব্ধতাতেও। কখনও পুরনো দিনের সিনেমার গানে, কখনও রেডিওর আড়ালে, কিংবা আমাদের জীবনের অনুরণনে তবুও হৃদয়ে অমলিন এক নাম- সাবিনা ইয়াসমিন।’

জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এই চিত্রনায়ক লিখেছেন, ‘গানের এই কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ম্যাডামের জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সুস্থ থাকুন, দীর্ঘায়ু হন- এই কামনাই করি।’

বলা দরকার, সাবিনা ইয়াসমিনের জন্মদিন ঘিরে চ্যানেল আইতে আয়োজন করা হয়েছে তারকার মেলা। পাশাপাশি গুণী এই শিল্পীর জীবন, কর্ম ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন শাইখ সিরাজ। প্রামাণ্যচিত্রটি প্রচার হবে আগামীকাল ৫ সেপ্টেম্বর দুপুর ২টা ৪০ মিনিটে।