নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে: মুরাদ
ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেছেন, ‘আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশন দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ, তাদের বক্তব্য বিবৃতিতে এমনটাই মনে হয়েছে। কিন্তু ‘৭১ এর পরাজিত শক্তি এবং ২৪-এর পরাজিত শক্তি এই নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে।’
আজ বুধবার বিকালে ঢাকার ধামরাইয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আলোচনাসভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
আগামী ফেব্রুয়ারিতেই দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে মন্তব্য করে মুরাদ বলেন, ‘সেই নির্বাচন জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় যাবে। সেই সরকারের প্রধানমন্ত্রী হবেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।’
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মজীবনের উপর স্মৃতিচারণ করে মুরাদ বলেন, ‘তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে আমরা এগিয়ে চলেছি। এ ৩১ দফায় কৃষক শ্রমিক, নারীর উন্নয়ন, ছাত্র সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের উন্নয়ন ও অধিকারের কথা উল্লেখ করা আছে।’
ঢাকা জেলা যুবদলের সভাপতি আরও বলেন, ‘আমরা ধামরাইবাসী সবাই এক। আগামী সংসদ নির্বাচনে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচন করে জনগণের বিপুল ভোটে তারেক রহমানের হাতকে শক্তিশাললী করব, ইনশাআল্লাহ।’