পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত
পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন ও সদস্যসচিব গাজী ওহিদুজ্জামান লাবলুর নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত করা হয়েছে।
আজ বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পিরোজপুর জেলা বিএনপির বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হবে।
একইদিন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয়তাবাদী ছাত্রদল পিরোজপুর জেলা কমিটির সকল কার্যক্রম স্থগিত করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আজ বুধবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের নির্দেশনাক্রমে এই আদেশ প্রদান করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।
তবে এ বিষয়ে জেলা বিএনপি এবং জেলা ছাত্রদলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।