দেশে এমন কোনো শক্তি নেই যে নির্বাচন ঠেকাতে পারে: বাবুল

ফরিদপুর প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৩
শেয়ার :
দেশে এমন কোনো শক্তি নেই যে নির্বাচন ঠেকাতে পারে: বাবুল

কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, ‘ইনশাল্লাহ আগামী নির্বাচন হবেই। বাংলাদেশে এমন কোনো শক্তি নেই যে এই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে।’

আজ বুধবার দুপুরে ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদ চত্বরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, যারা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান করছে তাদের হুঁশিয়ারি দিয়ে শহিদুল ইসলাম বাবুল বলেন, ‘সাবধান হয়ে যান। আমরা কিন্তু ট্রেনিং জমা দেইনি। গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লাখ লাখ নেতাকর্মী প্রস্তুত রয়েছে।’

তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদী হাসিনা সরকার বিগত দিনে নির্মমভাবে বিএনপি নেতাকর্মীদের ওপর অত্যাচার-নিপীড়ন চালিয়েছে। এখন জনগণকে কথা বলতে দিতে হবে। ‌আর যদি নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র করা হয়, তাহলে তা রুখে দেওয়া হবে।’

এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বতরুত জামান (বদু), সদস্যসচিব তরিকুল ইসলাম কবির মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাহরিয়ার শিথিলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। পরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সদরপুর উপজেলা প্রদক্ষিণ করে শেষ হয়।