সাবিনা ইয়াসমিনে জন্মদিনে তারার মেলা

বিনোদন প্রতিবেদক
০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৬
শেয়ার :
সাবিনা ইয়াসমিনে জন্মদিনে তারার মেলা

কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের জন্মদিন আগামীকাল (৪ সেপ্টেম্বর)। বিশেষ এদিনটি উপলক্ষে চ্যানেল আইতে বসেছিল তারকার মেলা। থাকছে বিশেষ ‘তারকা কথন’ অনুষ্ঠান। যেখানে শিল্পীকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন সংগীতের দুই গুণী ব্যক্তিত্ব সৈয়দ আবদুল হাদী ও কনকচাঁপা। তাদের সঙ্গে ছিলেন সিনেমার পরিচালক মতিন রহমান ও মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ।

‘তারকা কথন’-এ উঠে এসেছে সাবিনা ইয়াসমিনের শিল্পী হয়ে ওঠার গল্প, ছেলেবেলার স্মৃতি, সহশিল্পীদের সঙ্গে সম্পর্ক, গান তৈরির কথা। তিনি বলেছেন প্রথম সিনেমার প্লেব্যাক এবং শিল্পী জীবনে জন্মদিন উদযাপনের নানা ঘটনা।

জানা যায়, অনুষ্ঠানটি গত ২৬ আগস্ট চ্যানেল আই স্টুডিওতে ধারণ করা হয়েছে। আগামীকাল সাবিনা ইয়াসমিনের জন্মদিন উপলক্ষে এই বিশেষ ‘তারকা কথন’ অনুষ্ঠানটি দুপুর সাড়ে ১২টায় চ্যানেল আইয়ে প্রচার হবে। পরিচালনা করেছেন অনন্যা রুমা।