পূজার রঙিন পোশাক
শারদীয় দুর্গোৎসব মানেই রঙের উৎসব, আনন্দের উল্লাস আর নতুন পোশাকের ঘ্রাণ। ঢাকার নিউমার্কেট থেকে শুরু করে বনানীর বুটিক, অনলাইন ফ্যাশন হাউস থেকে নামি ডিজাইনারের স্টুডিও- সবখানেই এখন ভিড় ক্রেতাদের। নারী-পুরুষ-শিশু- সবার জন্যই এসেছে নতুন ট্রেন্ড, নতুন কাট আর নতুন রঙের ছোঁয়া। এবার পূজার পোশাকের বিস্তারিত জানাচ্ছেন- ঈষিতা আক্তার তানিয়া
নারীর সাজ
পূজায় নারীর প্রথম পছন্দ সব সময় শাড়ি। এ বছর শাড়িতে চলছে কাতান, সিল্ক আর হাফসিল্কের জোয়ার। মিহি জরির কাজ, পাড়ে সিকুইন, আর হালকা কুঁচির ডিজাইন শাড়িগুলোকে করে তুলেছে একেবারেই আভিজাত্যপূর্ণ। রঙে এসেছে বৈচিত্র্য- ঐতিহ্যবাহী লাল-সাদা ছাড়াও এখন ফ্যাশনে রয়েছে মেরুন, রয়্যাল ব্লু, বেবি পিংক আর এমেরাল্ড সবুজ। যারা শাড়ির পাশাপাশি আরাম চান, তাদের জন্য কুর্তি আর লং গাউনের চাহিদা বাড়ছে। কটন আর মসলিন কাপড়ের লং কুর্তি, সঙ্গে পালাজ্জো বা স্কার্ট- ফ্যাশনেবল ও আরামদায়ক দুটোই। গাউন কাটের পোশাকেও আছে ফুলওয়ার্ক, এমব্রয়ডারি আর হ্যান্ডব্লকের নকশা।
পুরুষের পোশাকে আধুনিকতা ও ঐতিহ্য
পূজার দিনে পুরুষদের সাজেও এসেছে বৈচিত্র্য। সাদা, অফহোয়াইট আর মেরুন রঙের পাঞ্জাবি এখনও জনপ্রিয়তার শীর্ষে। তবে এ বছর নতুন করে দেখা যাচ্ছে প্যাস্টেল শেডের পাঞ্জাবি- মিন্ট সবুজ, লাইট ইয়েলো, স্কাই ব্লু, এমনকি ল্যাভেন্ডারও। কাপড়ে কটন, লিনেন আর জ্যাকার্ড চলছে বেশি। পাঞ্জাবির গলায় ও কাঁধে হালকা মেশিন এমব্রয়ডারি অথবা হ্যান্ডস্টিচের কাজ অনেকেই নিচ্ছেন। তরুণদের মধ্যে শর্টকুর্তা ও জিন্স কিংবা চাইনিজ কলারের শার্টও দারুণ চলছে। এক্সেসরিজ হিসেবে মানানসই ঘড়ি আর লোফার জুতো দিচ্ছে স্টাইলের সম্পূর্ণতা।
আরও পড়ুন:
শীতে গর্ভবতী মায়েদের যত্ন
শিশুদের পোশাকে কার্টুন থেকে কটন
শিশুদের জন্য বাজার ভরেছে রঙিন পোশাকে। ছোট্ট মেয়েদের জন্য ফ্রক আর গাউন এসেছে ফ্লোরাল প্রিন্ট, নেট আর শিফনের মিশ্রণে। লাল, পিঙ্ক, হলুদ আর পার্পল এখন সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন। অনেক ডিজাইনে রয়েছে রূপকথার চরিত্র বা কার্টুন প্রিন্ট, যা শিশুদের কাছে দারুণ জনপ্রিয়। ছোট ছেলেদের জন্য কটন-লিনেন শার্ট, ডেনিম আর থ্রিপিস সেট এসেছে নানা কাটে। আবার পূজার দিনে বাবার মতো ছোট্ট পাঞ্জাবি পরে মণ্ডপে যাওয়া শিশুদের একেবারেই আলাদা আনন্দ দেয়।
রঙের মেলবন্ধন ও কাটের বৈচিত্র্য
এ বছর ফ্যাশন হাউসগুলো বিশেষ গুরুত্ব দিচ্ছে কাটে। শাড়ির ব্লাউজে বোট নেক, ডিপ ব্যাক আর পাফ স্লিভের ছোঁয়া; পুরুষদের কুর্তায় স্লিম ফিট আর হাই কলার; শিশুদের পোশাকে ফ্লেয়ার ও ফ্রিলি কাট দিচ্ছে নতুনত্ব।
আরও পড়ুন:
জরায়ুমুখ ক্যানসারের লক্ষণগুলো জেনে রাখুন
রঙেও এসেছে মৌসুমি বৈচিত্র্য। ঐতিহ্যবাহী লাল-সাদার পাশাপাশি প্যাস্টেল টোন, মেটালিক শেড আর ডুয়াল কালারের ব্যবহার ভিন্নমাত্রা যোগ করেছে।
কেনাকাটার হাটে উৎসবের আমেজ
ঢাকার নিউমার্কেট, গাউছিয়া, চন্দ্রিমা সুপার মার্কেট থেকে শুরু করে গুলশান-বনানীর বুটিকগুলো ভরে উঠেছে নতুন পোশাকে। অনলাইন ফ্যাশন হাউসগুলোও দিচ্ছে নানা ধরনের অফার। বিক্রেতাদের ভাষায়- ‘এবারের পূজায় শাড়ি আর পাঞ্জাবি বিক্রিই বেশি হচ্ছে, তবে তরুণরা বেশি ঝুঁকছেন কুর্তি ও ওয়েস্টার্ন ফিউশনের দিকে।’
রঙ বাংলাদেশের স্বত্বাধিকারী সৌমিক দাস জানান, সবাই উৎসবে রঙ বাংলাদেশের বিশেষ আয়োজনে থাকে। বিষয় বা থিমভিত্তিক সামগ্রী আমাদের মূল বৈশিষ্ট্য। বছরব্যাপী চলে আমাদের কর্মযজ্ঞ, তার ফলাফলেই এবারের পূজার বাজারে রঙ বাংলাদেশ নিয়ে এসেছে এক অনন্য থিমভিত্তিক সংগ্রহ।
আরও পড়ুন:
শীতে মুলা কেন খাবেন?