ফরিদপুরে গভীর রাতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার

ফরিদপুর প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৫
শেয়ার :
ফরিদপুরে গভীর রাতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার

ফরিদপুরের বোয়ালমারীতে গভীর রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পোস্টার লাগানো নিয়ে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

গতকাল সোমবার সকালে এসব পোস্টার নজরে আসে স্থানীয়দের।

পোস্টারগুলোতে লেখা আছে- ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে।’

স্থানীয়রা বলছেন, ‘এসব পোস্টার লাগানোর মাধ্যমে আওয়ামী লীগের উপস্থিতি জানান দিয়ে ফের সক্রিয় হওয়ার চেষ্টা করছে ছাত্রলীগ।’ 

এর আগে রবিবার গভীর রাতে বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকীর নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে পোস্টার লাগানো হয়। পোস্টারগুলোতে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে বিরূপ মন্তব্য এবং শেখ হাসিনা ফিরে আসবেন- এমন বার্তা প্রচার করা হয়। 

এছাড়া প্রান্ত সিদ্দিকীর ফেসবুক আইডিতেও এ সংক্রান্ত একটি ভিডিও আপলোড করা হয়। সেখানে তিনি লেখেন- ‘ফয়সালা রাজপথেই হবে ইনশাআল্লাহ।’

স্থানীয়রা জানান, বোয়ালমারী সদর বাজার, ডাকবাংলোর প্রধান গেট, কৃষি ব্যাংক, জর্জ একাডেমি, মহিলা কলেজ মোড়, বাস টার্মিনালসহ উপজেলার বিভিন্ন গ্রাম ও হাট-বাজারে এসব পোস্টার লাগানো হয়েছে।

এদিকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী পলাতক থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে সাবেক ছাত্রদল নেতা রোকনুজ্জামান বকুল বলেন, ‘দীর্ঘ ১৭ বছর বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা, গুম-খুন ও নানা হয়রানির মাধ্যমে দমন-পীড়ন চালানো হয়েছে। বোয়ালমারীতে তারা অস্ত্র নিয়ে মিছিল পর্যন্ত করেছে। সেই স্বৈরাচারকে ফিরিয়ে আনতে নিষিদ্ধ ছাত্রলীগ মাঠে নেমেছে। তারা ফিরে আসার চেষ্টা করলে শক্ত হাতে সাংগঠনিকভাবে মোকাবিলা করা হবে।’

এ প্রসঙ্গে বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান বলেন, ‘রাতের আঁধারে তারা পোস্টার লাগাতে পারে। তবে আমরা এসব বিষয়ে সজাগ রয়েছি। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দিকে কড়া নজর রাখা হচ্ছে।’