গুলশান ক্লিনিক ও জেনোফ্যাক্স লাইফ সায়েন্সের সমঝোতা চুক্তি সই
ইউনিক গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান গুলশান ক্লিনিক লিমিটেড এবং জেনোফ্যাক্স লাইফ সায়েন্স বাংলাদেশ লিমিটেডের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ সোমবার এই অংশীদারিত্বের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার পর বাংলাদেশে জেনোফ্যাক্সের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
গুলশান ক্লিনিকে চালু হবে এআইভিত্তিক পরিচালিত জেনেটিক সিকোয়েন্সিং ও প্রিসিশন হেলথ সল্যুশনস, যা রোগীর স্বাস্থ্যঝুঁকি আগাম শনাক্ত করে জীবনধারা ও খাদ্যাভ্যাসে পরিবর্তনের মাধ্যমে সুস্থ জীবনযাপনে সহায়তা করবে। রোগীরা এখন পাবেন ইন্টেলিজেন্ট হেলথ ইনসাইটস টেস্ট কিটস সেবা এবং ওয়েল-বিয়িং স্মার্ট হেলথ কার্ডস, যার মাধ্যমে চিকিৎসকের কনসালটেশন, ডায়াগনস্টিকে বিশেষ ছাড় এবং হাসপাতাল বিল সহায়তার মতো সুবিধাও পর্যায়ক্রমে ভোগ করা যাবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউনিক গ্রুপ হেলথ সেক্টর ও গুলশান ক্লিনিক লিমিটেডের সিইও ও কনসালট্যান্ট মো. মাশেকুর রহমান খান প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। তিনি বলেন, ‘এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্য সেবায় এক নতুন যুগের সূচনা শুরু হতে যাচ্ছে। এআইভিত্তিক পরিচালিত হেলথ ইনসাইটস মানুষের স্বাস্থ্যঝুঁকি আগাম জানাতে ও তা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি, গুলশান ক্লিনিক লিমিটেড দীর্ঘদিন ধরে আধুনিক ডায়াগনস্টিক সেবা, মলিকুলার ল্যাব, বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, রেডিওলজি ও ইমেজিং সুবিধা এবং মডেল ফার্মেসির মাধ্যমে জনগণকে নিরবচ্ছিন্ন সেবা দিয়ে আসছে। এ সকল সেবা এখন বিশেষ ছাড়ে দেওয়া হচ্ছে।’
আরও পড়ুন:
বাংলাদেশকে ১১১ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক
জেনোফ্যাক্স লিঃ এর হেড অব অপারেশন্স (বাংলাদেশ ও ভারত) অলোক কুমার বিশ্বাস তার প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশে বিশ্বমানের ব্যক্তি কেন্দ্রিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। গুলশান ক্লিনিকের সঙ্গে এই অংশীদারিত্ব এআইভিত্তিক স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত উন্মোচন করবে।’
কমান্ডার এম রাফিউল হাসাইন বলেন, ‘এটি বাংলাদেশের স্বাস্থ্যসেবায় এক যুগান্তকারি পদক্ষেপ হবে। ইউনিক গ্রুপ সব সময়ই মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। গুলশান ক্লিনিক ও জেনোফ্যাক্স-এর মাধ্যমে যুগান্তকারি এ পদক্ষেপ আরও একটি যুগান্তকারী পদক্ষেপ হবে।’
অনুষ্ঠানে ইউনিক গ্রুপের গ্রুপ সিইও সৈয়দ সানোয়ারুল হক, ডিরেক্টর এডমিন (সেফটি সিকিউরিটি এন্ড ক্রাইসিস ম্যানেজমেন্ট) কমান্ডার (অবসরপ্রাপ্ত) এম রাফিউল হাসাইন এবং গুলশান ক্লিনিকের এক্সিকিউটিভ এডমিন মাহাতাব হাওলাদারউপস্থিত ছিলেন। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।